সূচক ও লগারিদমের সূত্র

 সূচক ও লগারিদমের সূত্র

লগারিদম , সূচক বা শক্তি যেখানে একটি প্রদত্ত সংখ্যার জন্য একটি বেস বাড়াতে হবে। গাণিতিকভাবে প্রকাশ করা হলে, x হল n- এর লোগারিদম বেস b যদি x  =  n , যে ক্ষেত্রে একজন লিখবে x  = log b  n ।

লগারিদম (Logarithms)

ax=N  a>0. a≠1 হলে, x=logaN কে N এর a ভিত্তিক লগ বলা হয়।
লগারিদমকে সংক্ষেপে লগ (log) লেখা হয়।

সূচকের সূত্র সমূহ

    সূচক ও লগারিদমের সূত্র
  1. am×an=am+n
  2. aman=am-n
  3. (ab)n=anbn
  4. (ab)n=anbn,(b0)
  5. (am)n=amn
  6. a-n=1an
  7. a0=1
  8. a-1=1a

সূচক হতে লগের কিছু মাধ্যম নির্ণয়

সূচকের মাধ্যমে

লগের মাধ্যমে

সূচকের মাধ্যমে

লগের মাধ্যমে

102=100

log10100=2

100=1

logr1=0

3-2=19

log319 =-2

e0=1

loge1=0

212=2

log22=12

a0=1

loga1=0

2–12=12

log212=-12

101=10

log1010=1

লগারিদমের সূত্র সমূহ
  1. loga(MN)=loga(M)+loga(N)
    সূচক ও লগারিদমের সূত্র
  2. loga(MN)=logaM-logaN
  3. logaMr=rlogaM
  4. logbM×logab=logaM
  5. logab=1logba
  6. logaM=x হলে ax=M
  7. logaa=1
  8. loga1=0

loga0→ অসংজ্ঞায়িত

loga(-1)→ অসংজ্ঞায়িত

loga1→ এর মান 0

log1→0 

logee→1

log100.000000001=-9

*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2