√2–√ 2 একটি অমূলদ সংখ্যা

 প্রমাণ করে দেখা যাক 
22 একটি অমূলদ সংখ্যা 

প্রমাণ : মনে করি 2 একটি মূলদ সংখ্যা অর্থাৎ 2 কে pq আকারে প্রকাশ করা যায়। যেখানে p ও q দুটি অখন্ড সংখ্যা এবং পরস্পর মৌলিক এবং q0.

অতএব আমরা বলতে পারি 2=pq2=p2q2

অতএব p2=2q2

এখন ডানপক্ষ যেহেতু 2 এর গুণিতক তাহলে বামপক্ষ অবশ্যই  2 এর গুণিতক হবে। অতএব p2 বা p অবশ্যই একটি জোড় সংখ্যা । 

ধরি p = 2r

তাহলে 

p2=2q2(2r)2=2q24r2=2q2q2=2r2

এখন দেখা যাচ্ছে q একটি জোড় সংখ্যা। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে p এবং q উভয়েই জোড়সংখ্যা। তাদের মধ্যে একটি সাধারণ উৎপাদক হল 2 . কিন্তু আমরা প্রথমেই ধরে ছিলাম p এবং q পরস্পর মৌলিক । সুতরাং 2 একটি মূলদ সংখ্যা এই ধারণাটি ভুল । অতএব প্রমাণিত 2 একটি অমূলদ সংখ্যা । 

*

Post a Comment (0)
Previous Post Next Post