অ্যান্ড্রয়েড ১৫ ইনস্টলের পর চালু হচ্ছে না স্মার্টফোন

 অ্যান্ড্রয়েড ১৫ ইনস্টলের পর চালু হচ্ছে না স্মার্টফোন

নিজেদের তৈরি পিক্সেল স্মার্টফোনের জন্য ১৮ অক্টোবর  অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের পূর্ণাঙ্গ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। এই অপারেটিং সিস্টেমটিতে বেশ কিছু নতুন সুবিধা যুক্তের পাশাপাশি ফোন চুরি ঠেকানোর জন্য উন্নত নিরাপত্তাব্যবস্থাও যুক্ত করা হয়েছে। তবে হালনাগাদ অপারেটিং সিস্টেম ইনস্টলের পর পিক্সেল ৬ মডেলের স্মার্টফোন চালু হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন  অনেক ব্যবহারকারী। এ ছাড়া জেসচার সুবিধা ঠিকমতো কাজ না করার অভিযোগও পাওয়া গেছে পিক্সেল ৮ স্মার্টফোনে।

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে বেশ কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন যে , অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর তাদের ফোন অচল হয়ে গেছে। বারবার চেষ্টা করার পরও চালু হচ্ছে না। তবে অন্য মডেলের পিক্সেল স্মার্টফোনে এ ধরনের সমস্যা হচ্ছে না। ব্যবহারকারীদের করা অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি গুগল। কবে নাগাদ এ সমস্যার সমাধান হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 
পিক্সেল ৬ ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ইনস্টলের পর একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন । প্রাইভেট স্পেস সুবিধার ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে। পরে বিষয়টি সমাধান করে গুগল।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এবারও একই কারণে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম ইনস্টলের পর সমস্যায় পড়েছেন পিক্সেল ৬ ব্যবহারকারীরা।

অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমটি বর্তমানে শুধু গুগলের তৈরি পিক্সেল ফোন ও ট্যাবলেট কম্পিউটারে ব্যবহার করা যায়।
মডেলগুলো হলো

পিক্সেল

পিক্সেল ৬এ

পিক্সেল

পিক্সেল প্রো

পিক্সেল ৭এ

পিক্সেল

পিক্সেল প্রো

পিক্সেল ৮এ

পিক্সেল

পিক্সেল প্রো

পিক্সেল প্রো এক্সএল

পিক্সেল প্রো ফোল্ড

পিক্সেল ট্যাবলেট

পিক্সেল ফোল্ড।

 


*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2