১০০ টাকায় টেলিটকের ‘জেন-জি’ সিম বিক্রি বন্ধ হচ্ছে আজ

 ১০০ টাকায় টেলিটকের ‘জেন-জি’ সিম বিক্রি বন্ধ হচ্ছে আজ

১০০ টাকায় টেলিটকের ‘জেন-জি’ সিম বিক্রি বন্ধ হচ্ছে আজ

আজ হতে  রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের  ‘জেন-জি’ সিম আর ১০০ টাকায়
বিক্রি  হবে না। আজ থেকে এই সিম কিনতে গ্রাহককে নিয়মিত মূল্য ১৫০ টাকা দিতে হবে। ২৩ অক্টোবর  (বুধবার) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আলোচিত শব্দ ‘জেনারেশন জি’ বা ‘জেন-জি’ কে অনুকরণ  করে তরুণদের জন্য টেলিটক ‘জেন-জি’ নামে সিম প্যাকেজটি বাজারে নিয়ে আসে। এতে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডেল অফার পাওয়া যায়। এই সিমের দাম ১৫০ টাকা হলেও প্রথম ৩০ দিন অর্থাৎ এক মাস গ্রাহকরা ৫০ টাকা কমে এই সিম কিনতে পেরেছেন।


এই প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কম মূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডেল অফার সুবিধা। আরও আছে ১ সেকেন্ড পালস্, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকরিপ্রার্থীদের জন্য ১২ মাসের জন্য অল জবস প্রিমিয়াম মেম্বারশিপ সার্ভিসে ফ্রি সুবিধা।  টেলিটক কাস্টমার কেয়ার থেকে এই সিম কিনতে পারবেন গ্রাহকরা। এছাড়াও মাই টেলিটক অ্যাপে নিবন্ধন করার মাধ্যমেও ব্যবহারকারীরা জেন-জি প্যাকেজের অফার নিতে পারবেন।
ফিচার ফোন ব্যবহারকারীরা *১১১# ডায়াল করে এই সুবিধা পাবেন।

*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2