আইসিটি ও কম্পিউটার সায়েন্স: টেকনোলজি এবং ইনোভেশন

আইসিটি ও কম্পিউটার সায়েন্স:  টেকনোলজি এবং ইনোভেশন

) তথ্যের ক্ষুদ্রতম এককডেটা                  
) ডেটা শব্দের অর্থফ্যাক্ট
) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাইইনফরমেশন
) তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ সংরক্ষণের সাথে যুক্ততথ্য প্রযুক্তি
) ICT in Education Program প্রকাশ করেUNESCO
) কম্পিউটারের ভেতর আছেঅসংখ্য বর্তনী
) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে কম্পিউটার
) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে৪টি
১০) মনো এফএম ব্যান্ড চালু হয়১৯৪৬ সালে
১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয়১৯৬০ সালে
১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 88.5-108.0 Hz
১৩) Radio Communication System ব্রডকাস্টিং ধরণের
১৪) PAL এর পূর্ণরূপPhase Alternation by Line
১৫) দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্কইন্টারনেট
১৭) ইন্টারনেট চালু হয়ARPANET দিয়ে (১৯৬৯)
১৮) ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৯) ইন্টারনেট শব্দটি চালু হয়১৯৮২ সালে
২০) ARPANET TCP/IP চালু হয়১৯৮৩ সালে
২১) NSFNET প্রতিষ্ঠিত হয়১৯৮৬ সালে
২২) ARPANET বন্ধ হয়১৯৯০ সালে
২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয়১৯৮৯ সালে
২৪) ISOC প্রতিষ্ঠিত হয়১৯৯২ সালে
২৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩
২৭) টিভিএকমূখী যোগাযোগ ব্যবস্থা
২৮) “Global Village” The Medium is the Message” এর উদ্ভাবকমার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
২৯) The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয়১৯৬২ সালে
৩০) Understanding Media প্রকাশিত হয়১৯৬৪ সালে
৩১) বিশ্বগ্রামের মূলভিত্তিনিরাপদ তথ্য আদান প্রদান
৩২বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৩৩কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি  সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
৩৪বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট
৩৫EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
৩৬অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন
৩৭IT+Entertainment = Xbox                                              
৩৮IT+Telecommunication = iPod
৩৯IT+Consumer Electronics= Vaio
৪০কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে
৪১। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪২।রোবটের উপাদানPower System, Actuator, Sensor, Manipulation
৪৩।PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
৪৪।খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো  মিশরীয়রা
৪৫।নেপোলিয়নের চিকিৎসক ছিলেন  ডমিনিক জ্যা ল্যারি
৪৬।মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-
৪৭।চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই১৯৬৯ সালে
৪৮।MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
৪৯।UAV উড়তে সক্ষম ১০০ কি.মিপর্যন্ত
৫০।GPS এর পূর্ণরুপ – Global Positioning System
৫১।ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় – বায়োমেট্রিক পদ্ধতি
৫২।হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০পয়েন্ট
৫৩।আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে – ১০-১৫ সেকেন্ড
৫৪।Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg
৫৫।Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
৫৬।এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম
৫৭।Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l
৫৮। রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)
৫৯।বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণিইঁদুর(1974)
৬০।বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)
৬১।GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
৬২।পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি
৬৩।অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে
৬৪।Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি
৬৫।ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software
৬৬।যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
৬৭।ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
৬৮।Bandwidth মাপা হয় – bps                                           
৬৯।ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps
৭০।ভয়েস ব্যান্ডের গতি 9600 bps                                          
৭১।ব্রডব্যান্ডের গতি1 Mbps
৭২।ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশনএসিনক্রোনাস
৭৩।সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি
৭৪।ডাটা ট্রান্সমিশন মোড প্রকার                        
৭৫।একদিকে ডাটা প্রেরণসিমপ্লেক্স মোড
৭৬।উভয় দিকে ডাটা প্রেরণতবে এক সাথে নয়হাফ ডুপ্লেক্স মোড
৭৭।একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড
৭৮।ক্যাবল তৈরি হয়পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা
৭৯।Co-axial Cable  গতি 200 Mbps পর্যন্ত
৮০।Twisted Pair Cable  তার থাকেজোড়া
৮১।Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৮২।মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৮৩।কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে১৯৫০ এর দশকে
৮৪।Geosynchronous Satellite স্থাপিত হয়১৯৬০ এর দশকে
৮৫।কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০০ কি.মিউর্ধ্বে
৮৬।Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter                      
৮৭।Wi-fi এর পূর্ণরুপWireless Fidelity
৮৮।Wi-fi এর গতি54 Mbps                                    
৮৯।WiMax শব্দটি চালু হয়২০০১ সালে
৯০।WiMax এর পূর্ণরুপWorlwide Interoperabilty for Microwave Access
৯১।৪র্থ প্রজন্মের প্রযুক্তিWiMax                                           
৯২।WiMax এর গতি75 Mbps
৯৩।FDMA = Frequency Division Multiple Access
৯৪।CDMA = Code Division Multiple Access                       
৯৫।মোবাইলের মূল অংশ৩টি
৯৬।SIM = Subscriber Identity Module
৯৭।GSM = Global System for Mobile Communication
৯৮।GSM প্রথম নামকরণ করা হয়১৯৮২ সালে
৯৯।GSM এর চ্যানেল১২৪টি (প্রতিটি 200 KHz)
১০০।GSM  ব্যবহৃত ফ্রিকুয়েন্সিধরনের 


*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2