সূচক সূত্রাবলী

সূচক সূত্রাবলী 

সূচক : সূচক শব্দের অর্থ হলো শক্তি। n সংখ্যক a- এর ক্রমিক গুণফল
an [ এখানে, a কে ভিত্তি বলা হয়। ]
n কে a এর (ভিত্তির) সূচক বলা হয় বা শক্তি বলা হয় ।
an কে a এর n তম ঘাত বা শক্তি বা ‘power' বলা হয়।

প্রয়োজনীয় সূত্রাবলি

১. an = a×a×a×...........[ n সংখ্যক a ]
২. (am)n=amn [ কোন সংখ্যার উপর দুইবার বা তার থেকে বেশি পাওয়ার থাকলে তা গুণ  ]
৩. am.an=am+n
[ Note: ভিত্তি একই হলে এবং গুণ থাকলে পাওয়ার গুলো যোগ করতে হয়, আবার ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ করতে হয়। ]
৪. am÷an = aman=amn
৫. a0=1
[ যে কোন সংখ্যার উপর পাওয়ার 0 হলে তার মান 1 হয় । যেখানে a ≠ 0 ]
৬. a=a12
৭. an=a1n
৮. a3=a13
৯. an=1an
[ Note: কোন পাওয়ার মাইনাস থাকলে তা ভগ্নাংশ আকারে লিখতে হয় এবং মাইনাস তুলে লব 1 এর নিচে পুরো সংখ্যাটি পাওয়ার সহ লিখতে হয় ]
১০. (ab)m=am.bm
১১. (ab)m=ambm
১২. (mn)- p=(nm)p
[ কোন ভগ্নাংশের উপরের পাওয়ার টি মাইনাস হলে ঐ ভগ্নাংশটি উল্টে যায় অর্থাৎ হরের জায়গায় লব এবং লবের জায়গায় হর বসে । ]
১৩. ax=ay হলে, x = y [ অর্থাৎ দু পাশের ভিত্তি মিলে গেলে দুটো ভিত্তিই তুলে দিতে হয় ]
১৪. ax=bx হলে, a = b [ অর্থাৎ দু পাশের power মিলে গেলে দুটো পাওয়ারই বাদ দিতে হয় ]

*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2