১৫ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান: সহজে প্রস্তুতি নিন





১৮ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সামধান
কোন উত্তর ভুল মনে হলে আমাদের মেইল করুন
. মুক্তিযুদ্ধের যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
. সেগুনবাগিচা                  . ধানমন্ডি                   . মগবাজার                . বনানী
উত্তর : . সেগুনবাগিচা
. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহর ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
. তিন নম্বর সেক্টর           . দুই নম্বর সেক্টর          . চার নম্বর সেক্টর           . এক নম্বর সেক্টর
উত্তর : . দুই নম্বর সেক্টর
3. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান 'বীরশ্রেষ্ঠ' খেতাব দেওয়া হয়?
. জন          . জন           . জন               . ১০ জন
উত্তর : . জন
. তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
. ঢাকায়           . নারায়ণগঞ্জে            . লাহোরে             . করাচীতে
উত্তর : . লাহোরে
. - বাংলাদেশের সংবিধানের ২১() ধারায় বলা হয়েছে "সকল সময়ে ...... চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য " শূন্যস্থানটি পূরণ কর।
. জনগনের সেবা করবার                                        . রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবার
. সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করবার              . সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করবার
উত্তর : . জনগনের সেবা করবার
. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্য তম বয়স কত দরকার?
. ৩০ বছর         . ২৫ বছর         . ২৫ বছর                 . ৪০ বছর
উত্তর : . ২৫ বছর
. বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে?
. জাপান       . যুক্তরাষ্ট্র            . মিশর             . মালয়েশিয়া
উত্তর : . মিশর
8. বর্ তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করেছে?
. টি স্তরে            . টি স্তরে            . টি স্তরে              . টি স্তরে
উত্তর : . টি স্তরে
. জনাব এফ,আর,খান বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন?
. স্থপতি            . ক্যান্সার চিকিৎসক            . আণবিক বিজ্ঞানী             . কম্পিউটার বিজ্ঞানী
উত্তর : . স্থপতি
১০. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ,, ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?নী
. ১১/৩০            . /২০            . /                  . ১১/১৫
উত্তর : . /২০
১১. একটি কম্পিউটার বিজ্ঞান পরিক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারে নি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করে নি।কয়জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
. ৬০ জন          . ৮০ জন           . ১০০ জন            . ১২০ জন
উত্তর : . ৬০ জন
১২. ৩৬০০ টাকা করে দু'টি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে।
. লাভ লোকসান কিছুই হয় নি          . ৯০০ টাকা             . ৩০০ টাকা              . ১২০ টাকা
উত্তর : . ৩০০ টাকা
১৩. সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির / অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
. /১৫ ঘণ্টা            . / ঘণ্টা              . / ঘণ্টা          . / ঘণ্টা
উত্তর : . / ঘণ্টা
১৪ . ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় মাইল বেগে হাঁটে এবং রহিম মাইল বেগে হাঁটে।করিম ঢাকা থেকে রওয়ানা হওয়ার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
. ২৪          . ২৩              . ২২                     . ২১
উত্তর : . ২৪
১৫. ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন এক দিকের দৈর্ঘ্য কত হবে?
. ২৮ ফুট            . ৩৬. ফুট               . ৪৯. ফুট              . ৪৬ফুট
উত্তর : . ৪৯. ফুট
১৬. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
. ৪৮ ফুট           . ৪১ ফুট            . ৪৪ ফুট               . ৪৩ ফুট
উত্তর : . ৪১ ফুট
১৭. হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
. ৪৯৯৯         . ৫৫০১           . ৫০৫০               . ৫০০১
উত্তর : . ৫০৫০
১৮. বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?
. শব্দ          . বর্ণ                . ধ্বনি              . চিহ্ন
উত্তর : . শব্দ
১৯. সন্ধির প্রধান সুবিধা কি?
. পড়ার সুবিধা             . লেখার সুবিধা             . উচ্চারণের সুবিধা            . শোনার সুবিধা
উত্তর : . উচ্চারণের সুবিধা
২০. কোন বানান টি শুদ্ধ?
. সমীচীন              . সমিচীন                   . সমীচিন                     . সমিচিন
উত্তর : . সমীচীন
২১. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
. শেষের কবিতা            . দোলনচাঁপা                   . সোনারতরী                      . মানসী
উত্তর : . দোলনচাঁপা
২২.কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
. চাষী জীবনের করুণ চিত্র                                              . কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র                   . মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
উত্তর : . তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
২৩. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পটভূমিতে রচিত 'কবর' নাটকের রচয়িতা কে?
. কবির চৌধুরী            . মুনীর চেীধুরী                . সৈয়দ শামসুল হক                  . মুনতাসীর মামুন
উত্তর : মুনীর চেীধুরী
২৪. 'সততা সর্ব উৎকৃস্ট পন্থা'- কোনটির অনুবাদ?
. Honesty is the best virtue                . Honesty is the better way             . Honesty is a good way
. Honesty is the best policy
উত্তর : . Honesty is the best policy
৩৪. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
. .৩২ মিনিট             . .১২ মিনিট             . .৯৬ মিনিট                 . ১০.৬৫ মিনিট
উত্তর : . .৩২ মিনিট
৩৫. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
. হাতী           . কুমির              . তিমি                . বাদুর
উত্তর : . কুমির
৩৬. শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
. হ্যালীর ধূমকেতু           . হেল-বপ ধূমকেতু              . শুমেকার লেভী ধূমকেতু          . কোনটিই নয়
উত্তর : . হেল-বপ ধূমকেতু
৩৭. 'গ্যালিলিও' কী?
. মঙ্গল গ্রহের একটি উপগ্রহ                 . বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
. শনি গ্রহের একটি উপগ্রহ                     . পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
উত্তর : . পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
৩৮. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন          . আইজ্যাক নিউটন             . টমাস এডিসন                 . ভোল্টা
উত্তর : . টমাস এডিসন
৩৯. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত অন্ধকারাছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
. ছায়াবৃত্ত          . গুরুবৃত্ত              . ঊষা             . গোধূলি
উত্তর : . ছায়াবৃত্ত
৪০. সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
. ৭৫ সেমি          . ৭৬ সেমি             . ৭২ সেমি             . ৭৭ সেমি
উত্তর: . ৭৬ সেমি
৪১. ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
. হরমুজ           . জিব্রাল্টার                 . বসফরাস                  . দার্দানেলিস
উত্তর : . জিব্রাল্টার
৪২. আকাশের উজ্জ্বল তম নক্ষত্র কোনটি?
. ধ্রুবতারা              . প্রক্সিমা সেন্টারাই                . লব্ধুক                  . পুলহ
উত্তর : . লব্ধুক
৪৩. জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়?
. অমাবস্যায়             . একাদশীতে                   . অষ্টমীতে                  . পঞ্চমীতে
উত্তর : . অমাবস্যায়
৪৪. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখাতি কত?
. ১৬            . ১৮                . ২০                   . ২৪
উত্তর : . ১৮
৪৫. পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
. ৫৮৫               . ৫৮০                     . ৫৭৫                        . ৫৭০
উত্তর : . ৫৮৫
৪৬. কোন ভগ্নাংশটি / থেকে বড়?
. ৩৩/৫০            . /১১                . /                 . ১১/১৭
উত্তর : . /১১
৪৭.১২ ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য?
. ২১            . ২৩                . ২৪                  . ২২
উত্তর : . ২২
৪৮ . ,,১০-এর গাণিতিক গড় , এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
.           .             .               . ১০
উত্তর : .
৪৯. যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y=?
. -24          . -2            . 8             . 2
উত্তর : . 8
৫০. '' '' দুইটি সংখ্যা।'' এর / এবং '' / যোগ করলে ৪৫ হয়। '' এর / এবং '' / যোগ করলে ৪০ হয়। '' '' এর মান কত?
. = ৫০, =৬০
. = ৬০, =৫০
. = ৪০, =৪৮
. = ৬০, =৪৮
উত্তর : . = ৫০, =৬০
৫১. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?
. ১১টি         . ৯টি            . ১০টি             . ৮টি
উত্তর : . ১০টি
৫২. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'-এটি কোন ধরনের বাক্য?
. যৌগিক বাক্য            . সাধারণ বাক্য              . মিশ্র বাক্য            . সরল বাক্য
উত্তর : . যৌগিক বাক্য
৫৩. 'একাদশে ববৃড়ীহস্পতি-এর অর্থ কী?
. আশার কথা         . সৌভাগ্যের বিষয়            . মজা পাওয়া            . আনন্দের বিষয়
উত্তর : . সৌভাগ্যের বিষয়
৫৪. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
. সাহেব              . বেয়াই            . সঙ্গী              . কবিরাজ
উত্তর : . কবিরাজ

৫৫ . সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
. কবিতার পঙক্তিতে           . গানের কলিতে             . গল্পের বর্ণনায়              . নাটকের সংলাপে
উত্তর : . নাটকের সংলাপে
৫৬. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
. ননদ                      . প্রিয়                        . শিষ্যা                . আয়া
উত্তর : . ননদ
৫৭. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
. নাম পদ            . উপ পদ           . প্রতিপাদিক                   . উপমিত
উত্তর : . প্রতিপাদিক
৫৮. কোন বাক্যটি দ্বারা অনুরধ বুঝায়?
. তুই বাড়ি যা            . ক্ষমা করা ঘোর অপরাধ              . কাল একবার এসো              . দূর হও
উত্তর : . কাল একবার এসো
৫৯. ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
. আন          . আই               . আল                  . আও
উত্তর : . আই
৬০. 'বচন' অর্থ কী?
. সংখ্যার ধারণা              . গণনার ধারণা                  . ক্রমের ধারণা                    . পরিমাপের ধারণা
উত্তর : . সংখ্যার ধারণা
৬১. 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ?
. সমুচ্চয়ী            . অনন্বয়ী                . পদান্বয়ী                      . অনুকার
উত্তর : . অনন্বয়ী
৬২. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
. দুল+না            . দোল+না                 . দোল+অনা                        . দোলনা+
উত্তর : . দুল+না
৬৩. 'কৌশলে কার্যোদ্ধার'- অর্থ কোনটি?
. গাছে তুলে মই কাড়া                        . এক ক্ষুরে মাথা মোড়ানো
. ধরি মাছ না ছুই পানি                         . আকাশের চাঁদ হাতে পাওয়া
উত্তর : . ধরি মাছ না ছুই পানি
৬৪. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
. রূপতত্ত্ব                  . ধ্বনিতত্ত্ব                        . পদক্রম                  . বাক্য প্রকরণ
উত্তর : . ধ্বনিতত্ত্ব
৬৫. কোনটি অপ্রানীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়?
. বৃন্দ                . কুল                 . বর্গ                     . গ্রাম
উত্তর : . গ্রাম
৭৯. 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
. নীহার রঞ্জন রায়                                           . আর, সি, মজুমদার
. অধ্যাপক আবদুল করিম                               . অধ্যাপকসুনীতিসেন
উত্তর : . নীহার রঞ্জন রায়
৮০. তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে ?
. প্রায় ৫০ ভাগ            . প্রায় ৫৪ ভাগ                       . প্রায় ৫৬ ভাগ           . প্রায় ৩৬.৭৯% ভাগ
উত্তর : . প্রায় ৫৬ ভাগ
৮১. জাতিসংঘের সিডও (Convention for the Elimination of all forms of Discrimination Against Woman) এর Monitoring কমিটির চেয়ারপারসন একজন বাঙ্গালী মহিলা। তিনি কে?
. সালমা সোবহান         . সালমা খান          . নাজমা চৌধুরী                  . হামিদা হোসেন
উত্তর : . সালমা খান
৮২. খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
. চাপালিশ             . কেওড়া              . গেওয়া                . সুন্দরী
উত্তর : . সুন্দরী
৮৩. দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনির কাজ চলছে?
. কঠিন শিলা                . কয়লা                    . চুনাপাথর                   . সাদামাটি
উত্তর : . কয়লা
৮৪. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস-
. খনিজ তেল             . প্রাকৃতিক গ্যাস              . পাহাড়ী নদী               . উপরের সবগুলোই
উত্তর : . উপরের সবগুলোই
৮৫. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
. শীতলক্ষ্যা             . বুড়িগঙ্গা                   . ধরলা                          . বংশী
উত্তর : . বুড়িগঙ্গা
৮৬. 'Existentialism' কী?
. একটি দার্শনিক মতবাদ             . প্রাণীবিদ্যার একটি তত্ত্ব
. ভূ-বিদ্যার একটি তত্ত্ব                  . পদার্থবিদ্যার একটি তত্ত্ব
উত্তর : . একটি দার্শনিক মতবাদ
৮৭. 'Adult Cell' ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
. শেলী             . ডলি                . মলি                     . নেলী
উত্তর : . ডলি
৮৮. 'Adult Cell' ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম?
. যুক্তরাজ্য          . যুক্তরাষ্ট্র            . অস্ট্রেলিয়া            . ফ্রান্স
উত্তর : . যুক্তরাজ্য
৮৯.'শাহানামা' এর লেখক কে?
. কবি ফেরদৌসী           . মওলানা রুমী             . কবি নিজামী                 . কবি জামি
উত্তর : . কবি ফেরদৌসী
৯০. 'মেসোপটেমিয়া' এলাকার বেশির ভাগ বর্ তমানে কোন দেশে?
. ইরাক              . ইরান              . তুরস্ক                      . সিরিয়া
উত্তর : . ইরাক
৯১. 'টলেমি' কে ছিলেন?
. চিকিৎসক             . দার্শনিক                     . জ্যোতির্বিদ               . সেনাপতি
উত্তর : . জ্যোতির্বিদ
৯২. নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
. তেলের খনির মালিক হিসেবে                          . উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
. জাহাজের ব্যবসা করে                                      . ইস্পাত কারখানার মালিক হিসাবে
উত্তর : . উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
৯৩. স্টিভেন হকিন্স বিশ্বের একজন খুবই বিখ্যাত-
. দার্শনিক          . পদার্থবিদ                . রসায়নবিদ                     . কবি
উত্তর : . পদার্থবিদ
৯৪. একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
. চার্চিল             . কিসিঞ্জার                  . দ্য গল                     . রুজভেল্ট
উত্তর : . চার্চিল
৯৫. ২০০০ সালে অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়?
. বেইজিং             . সিডনী                 . টোকিও                     . মেলবোর্ন
উত্তর : . সিডনী
৯৬. সম্প্রতি কুয়ালালামপুর অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহন করে?
. ২০              . ২৩             . ২১                   . ২২
উত্তর : . ২২
৯৭. সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
. হীরা           . গ্রানাইট পাথর                        . পিতল                  . ইস্পাত
উত্তর : . হীরা
৯৮. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
. ট্রিগেভলাই           . কুর্ট ওয়াল্ডহেইম          . দ্যাগ হ্যামারশোল্ড                  . উথান্ট
উত্তর : . দ্যাগ হ্যামারশোল্ড
৯৯.'মোনালিসা' চিত্রটির চিত্রকর কে?
. মাইকেল এঞ্জেলো           . লিওনার্দো দ্য ভিঞ্চি                . ভ্যানগণ                  . পাবলো পিকাসো
উত্তর : . লিওনার্দো দ্য ভিঞ্চি
১০০. কোন দেশে 'তালেবান' নামক রাজনৈতিক গ্রুপ ক্ষমতায় অধিষ্ঠিত?
. সুদান           . তিউনিসিয়া                   . ইয়েমেন                  . আফগানিস্তান
উত্তর : . আফগানিস্তান



*

Post a Comment (0)
Previous Post Next Post