১৯ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান: সহজে প্রস্তুতি নিন




১৯ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন  সামধান
কোন উত্তর ভুল মনে হলে আমাদের মেইল করুন

ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
ক্লোরোফ্লুরো কার্বন           কার্বন মনোক্সাইড          কার্বন ডাই-অক্সাইড          মিথেন
উত্তরক্লোরোফ্লুরো কার্বন
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির
১৬ শতাংশ          ২০ শতাংশ                  ২৫ শতাংশ                 ৩০ শতাংশ
উত্তর২৫ শতাংশ
বাংলাদেশে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’‒
১৪ ডিসেম্বর               ১৬ ডিসেম্বর                ২১ ডিসেম্বর                ২৩ ডিসেম্বর
উত্তর১৪ ডিসেম্বর
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
২০ জোড়া              ২২ জোড়া               ২৩ জোড়া                ২৫ জোড়া
উত্তর২৩ জোড়া
উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
রাজশাহী            নওগাঁ             বগুড়া             নাটোর
উত্তরনাটোর
. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা                      বিষের বাঁশি                      দোলনচাঁপা                      বাঁধনহারা
উত্তরঅগ্নিবীণা
কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
পেপসিন           এমাইলেজ            রেনিন                ট্রিপসিন
উত্তররেনিন
১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
রোনাল্ডো          জিদান             সুকার             বেবেতো
উত্তরসুকার
[নোট২০১০ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট পান টমাস মুলার (জার্মানি)]
বিশ্ব খাদ্য  কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা            প্যারিস              লন্ডন              রোম
উত্তররোম
১০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
আব্দুল গাফফার চৌধুরী                       আলতাফ মাহমুদ
আব্দুল লতিফ                                        আব্দুল আলীম
উত্তরআব্দুল গাফফার চৌধুরী
১১রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল
পরশুরাম               নীললোহিত                  ভানুসিংহ ঠাকুর                  গাজী মিয়া
উত্তরভানুসিংহ ঠাকুর
১২. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা
রফিকুল ইসলাম                                      রশীদ করিম
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং               কর্নেল সিদ্দিক মালিক
উত্তরমেজর জেনারেল সুখওয়ান্ত সিং
১৩বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
আশি        সাতাশি            ষাট              চৌষট্টি
উত্তর      
[বি.দ্রপ্রকৃত গম্বুজের সংখ্যা ৮১ টি।]
১৪স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
১৯ টি                 টি            টি              ১১ টি
উত্তর১১ টি
১৫বাংলাদেশের জাতীয় পাখি
ময়না          কাক             শালিক                  দোয়েল
উত্তরদোয়েল
১৬রাজশাহীর উত্তরাংশবগুড়ার পশ্চিমাংশরংপুর  দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত
পলল গঠিত সমভূমি            বরেন্দ্রভূমি             উত্তরবঙ্গ               মহাস্থানগড়
উত্তরবরেন্দ্রভূমি
১৭বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
১৯ শতাংশ               ১২ শতাংশ                   ১৬ শতাংশ                     শতাংশ
উত্তর:
[বি.দ্র১৫ শতাংশ প্রায়অর্থনৈতিক সমীক্ষা-২০১১।]
১৮বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য
. কিলোমিটার                 . কিলোমিটার              কিলোমিটার            . কিলোমিটার
উত্তর:
[বি.দ্রপ্রকৃত দৈর্ঘ্য . কিলোমিটার।]
১৯বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
বলাকা           শাপলা             নৌকা                রণতরী
উত্তর:
[নোটসঠিক উত্তর হবে কাছিবেষ্টিত নোঙর।]
২০বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়?
ময়মনসিংহে           বগুড়ায়                   সোনারগাঁয়ে                 রাঙামাটিতে
উত্তরসোনারগাঁয়ে
২১কসোভো কোথায় অবস্থিত?
আলবেনিয়ায়             সার্বিয়ায়              রুমানিয়ায়                গ্রিসে
উত্তরসার্বিয়ায়
[নোটবর্ তমানে কসোভো একটি স্বাধীন রাষ্ট্র। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি এটি স্বাধীনতা লাভ করে।]
২২. ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম?
নরওয়ে           নেদারল্যান্ড               পোল্যান্ড                  প্যারাগুয়ে
উত্তরনেদারল্যান্ড
[নোট১৯৯৯ সালের  জানুয়ারি থেকে নেদারল্যান্ডের মুদ্রা ইউরো।]
২৩নেপালের পার্লামেন্টের নাম কী?
সিনেট          পঞ্চায়েত               কংগ্রেস                 মজলিস
উত্তর:
[নোটদুকক্ষবিশিষ্ট নেপালের পার্লামেন্টের নাম ‘পার্লামেন্ট নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেনটেটিভ’ এবং উচ্চকক্ষ ‘হাউজ অব স্টেটস]
২৪ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
গ্রিসে              ইতালিতে                    তুরস্কে                   স্পেনে
উত্তরতুরস্কে
২৫. ‘নাসা’ কোন দেশের সংস্থা?
জার্মানি             রাশিয়া                    ফ্রান্স                  যুক্তরাষ্ট্র
উত্তরযুক্তরাষ্ট্র
২৬জনসংখ্যার ভিত্তিতে বিশ্বর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
বাংলাদেশ             পাকিস্তান                       সৌদি আরব              ইন্দোনেশিয়া
উত্তরইন্দোনেশিয়া
২৭ভায়াগ্রা কী?
একটি জলপ্রপাত                                     নতুন একটি ওষুধ
সাড়া জাগানো চলচ্চিত্রের নাম                নতুন জাহাজের নাম
উত্তরনতুন একটি ওষুধ
২৮এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
ব্যাংকক           সিঙ্গাপুর               টোকিও                 ম্যানিলা
উত্তরম্যানিলা
২৯কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
অলিভেট            আইবিএম              এ্যাপেল ম্যাকিনটশ                     মাইক্রোসফট
উত্তরমাইক্রোসফট
৩০যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
১২ শতাংশ             ১০ শতাংশ                 ১৩ শতাংশ                  ১১ শতাংশ
উত্তর১৩ শতাংশ
৩১বাংলাদেশের জিডিপিতে পশুসম্পদের অবদান কত?
%           %                 .%                     ১০%
উত্তর.%
[নোট২০১০-১১ অর্থবছরে জিডিপি-তে পশুসম্পদের অবদান .৬৭% (সূত্রঅর্থনৈতিক সমীক্ষা-২০১১)]
৩২বর্ তমানে বিদেশ থেকে কত টাকার গুঁড়া দুধ আমদানি করা হয়?
৫০০ কোটি টাকা            ৪০০ কোটি টাকা            ৩০০ কোটি টাকা               ১২৫ কোটি টাকা
উত্তর৪০০ কোটি টাকা
[নোটবর্ তমানে ৩০০ কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করা হয়।]
৩৩বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
রাজশাহী                         চট্টগ্রাম                           সিলেট               সাভারঢাকা
উত্তরসাভারঢাকা
৩৪বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
গরু             ছাগল                 গয়াল                      রয়েল বেঙ্গল টাইগার
উত্তররয়েল বেঙ্গল টাইগার
৩৫রপ্তানি আয়ে বর্ তমানে পশুসম্পদের অবদান কত?
 ভাগ          ১০ ভাগ               ১২ ভাগ                  ১৩ ভাগ
উত্তর ভাগ
[নোট২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের জাতীয় আয়ের শতকরা .৫৭ ভাগ পশুসম্পদ থেকে আসে। (সূত্রঅর্থনৈতিক সমীক্ষা-২০১১)]
৩৬দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?
১ম          ২য়              ৩য়               ৪র্থ
উত্তর৪র্থ
[নোটঅর্থনৈতিক সমীক্ষা-২০১১।]
৩৭ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?
নেনী           টর্মি              শেলী                  ডলি
উত্তরডলি
৩৮প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়
ইথেন               এমোনিয়া                 মিথেন                       বিউটেন
উত্তরমিথেন
৩৯কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
এস ডি চৌধুরী               কাজী ফজলুর রহিম
ওসমান গনি                   অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী
উত্তরওসমান গনি
৪০সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?
প্রফেসর আব্দুস সালাম                  প্রফেসর নরম্যান বরলগ
আব্দুল কাদের                                 স্বামীনাথন
উত্তরপ্রফেসর নরম্যান বরলগ
৪১গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
মিজে এইচ বি হেলেন            লর্ড লিনলিথগো             লর্ড ক্লাইভ         ওয়ারেন হেস্টিংস
উত্তরলর্ড লিনলিথগো
৪২বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?
পাবনাসিরাজগঞ্জ         দিনাজপুর             বরিশাল             ফরিদপুর
উত্তরপাবনাসিরাজগঞ্জ
৪৩বিশ্ব ব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
২০০ মার্কিন ডলার               ২২৫ মার্কিন ডলার
২৪০ মার্কিন ডলার                ২৬০ মার্কিন ডলার
উত্তর:
[বি.দ্রবর্ তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ৮১৮ মার্কিন ডলারঅর্থনৈতিক সমীক্ষা-২০১১।]
৪৪বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়
 ডিসেম্বর১৯৯৭         ডিসেম্বর১৯৯৭         ২২ ডিসেম্বর১৯৯৭          জানুয়ারি১৯৯৮
উত্তর ডিসেম্বর১৯৯৭
৪৫জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা       নিউইয়র্ক                 হেগ              প্যারিস
উত্তরনিউইয়র্ক
৪৬বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
কয়লা          চুনাপাথর             সাদামাটি               গ্যাস
উত্তরগ্যাস
৪৭যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
জর্জ ওয়াশিংটন            আব্রাহাম লিংকন              রুজভেল্ট                    কেনেডী
উত্তরআব্রাহাম লিংকন
৪৮বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
ইনসুলিন            থাইরক্সিন             এনড্রোজেন                 এস্ট্রোজেন
উত্তরইনসুলিন
৪৯বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
১৬ বছর             ১৮ বছর                     ২০ বছর                 ২১ বছর
উত্তর১৮ বছর
৫০গ্রীন হাউজ এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
উত্তাপ অনেক বেড়ে যাবে                      বৃষ্টিপাত কমে যাবে
নিম্নভূমি নিমজ্জিত হবে                          সাইক্লোনের প্রবণতা বাড়বে
উত্তরনিম্নভূমি নিমজ্জিত হবে
[নোটপরিবেশ বিজ্ঞানীদের মতেচারটি উত্তরই সঠিক।]

*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2