১১২ তম নিবন্ধন পরীক্ষা (কলেজ পর্যায়)


১২তম নিবন্ধন পরীক্ষা (কলেজ পর্যায়)

প্রশ্ন সমাধান:-


সাধারণ জ্ঞান


১. হাতির ঝিল এর নকশার পরিকল্পনা করেন কে?
- স্থপতি এহসান কান
২. আমার বন্ধু রাশেদ -= বইটির লেখক
- উত্তর নাই । সঠিক উত্তর মুহাম্মদ জাফর ইকবাল ।
৩. ‘Big apple ' বলা হয় কোন শহরেকে
- নিউইর্য়ক
৪. জাপানের পার্লামেন্টের নাম কী ?
- ডায়েট
৫. বিশ্বের সবচেযে বেশি কফি উত্পাদনকারী দেশ কোনটি ?
- ব্রাজিল
৬. কুতুব মিনার ‘‘কোথায় অবস্থিত?
- ভারত
৭. CNN এর পূর্ণরুপ কী?
- Cable news network
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি ?
- অসমাপ্ত আত্মজীবনী
৯. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নাই /
- বরিশাল
১০. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
- প্লাটিনাম
১১. মানবশিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি ?
- ২০টি
১২. নিম্নের কোন দেশটি - এর সদস্য নয় ?
- ফ্রান্স
১৩. রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- জেনেভা
১৪.২০১৫সালের ১৭ তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
০= কারাকাস, ভেনিজুয়েলা
১৫. বর্ণালী ও শুভ্র কি?
- উন্নত জাতের ভূট্টা
১৬. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
- অক্সিজেন সরবরাহ করা
১৭. মধুবালা নামটি কি জন্য বিখ্যাত ?
- হলদে জাতের তরমুজ হিসাবে
১৮. আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি?
-আগুন
১৯. ২০১৫সালের ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন কতহ তারিখে অনুষ্ঠিত হয় ?
-২৮ এপ্রিল
২০. সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট ম্যাচে কোন ক্রিকেটার ডাবল সেঞ্চুরী করেছেন?
-তামিম ইকবাল
২১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ?
-১৯৩৯ সালে
২২. ২৫ এপ্রিল ২০১৫ -এর ভয়াবহ ভূমিকম্পের মাত্রা রেখটার স্কেলে কত ছিল?
- ৭.৮ ( উ্‌ইকিপিয়াতে আছে)
২৩. নাসিরাবাদের বর্তমান নাম কি?
- ময়মনসিংহ
২৪. হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি ?
- উত্তর নাই । সঠিক উত্তর : ফসফরাস ( তবে ক্যালসিয়াম উত্তর নিতে পারে।)
২৫. কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে?
- সিলিকন

*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2