১/ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? →
মেসোপটেমীয় সভ্যতা
২/ বুড়িমারী স্থল বন্দর কোন উপজেলায় অবস্থিত? →
পাটগ্রাম
৩/ ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা
করে? →
ইউনেস্কো
৪/ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? →
চাঁপাইনবাবগঞ্জ
৫/ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস? →
১০ জানুয়ারি ১৯৭২
৬/ FAO
এর সদর দপ্তর? →
রোম
৭/ ডায়েট কোন দেশের পার্লামেন্ট? →
জাপান
৮/ মালয়েশিয়ার মুদ্রার নাম? → রিংগিত
৯/ স্বাধীন বাংলাদেশর প্রথম সরকার গঠিত হয় কবে? →
১০ এপ্রিল ১৯৭১
১০/ মহামান্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ কততম রাষ্ট্রপতি? →
২০তম
১১/ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? →
১৯৫৫ সালে
১২/ 'সাবাস
বাংলাদেশ' ভাস্কর্যটি
কোথায় অবস্থিত? →
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
১৩/ নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? →
১৯৯৩ সালে
১৪/ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? →
হামিদুর রহমান
১৫/ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? →
৫ জুন
১৬/ ১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল কোনটি? →
অস্ট্রেলিয়া
১৭/ বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? →
২০৩ সেঃমিঃ
১৮/ কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রয় তরল থাকে? →
পারদ
১৯/ কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? →
ভিটামিন সি
২০/ এপিকালচার বলতে কি বোঝায়? → মৌমাছি চাষ
২১/ বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? →
৪টি
২২/ কোনো দেশোর ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি
প্রয়োজন? →
২৫ ভাগ
২৩/ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস থাকে? →
নাইট্রোজেন
২৪/ ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? →
সিসমোগ্রাফ
২৫/ আমিষ বেশি আছে কোনটিতে? → মসুর ডাল
২৬/.কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ‘ হয় না →সাৎ
২৭/. ‘কমা‘ কোথায় বসে ? →
সম্বোধণ পদের পর
২৮/. সাপের খোলস- বাক্য সংকোচন কি হবে? →
নির্মোক
২৯/. নষ্ট হওয়া স্বভার যার - এক কথায় কী বলে ?
→ নশ্বর
৩০/. ‘হাতি‘ এর সমার্থক শব্দ
কোনটি ? →কর
৩১/. ‘খাতক‘ এর বিপরীত শব্দ
কোনটি ? →মহাজন
৩২/. ‘মরদ’ এর বিপরীত লিঙ্গ
কোনটি? →
জেনানা
৩৩/. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? →
ডাইনী
৩৪/.‘শৈশব’ এর প্রকৃতি ও
প্রত্যয় কোনটি? →
শিশু+ষ্ণ
৩৫/. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ? →জেলেনী (পেশা অর্থে ঈ প্রত্যয়)
৩৬/. কোনটি নিত্য সমাস? → জলমাত্র
৩৭/. পূর্বপদ প্রধান সমাস কোনটি ? →তৎপুরুষ
৩৮/. জিজ্ঞাসিব জনে জনে‘ -- এখান ‘জনে জনে’ কোন কারকে কোন
বিভক্তি? →
কর্মে ৭মী
৩৯/. ‘আকাশে
চাঁদ উঠেছে’। এখানে
‘আকাশে’ কোন প্রকারের
অধিকরণ →ঐক্যদেশিক অধিকরণ
৪০/. কোনটি স্বরসন্ধির উদাহরণ? →
হিমাচল
৪১/. ‘বনস্পতি’ শব্দের সন্ধি
বিচ্ছেদ কোনটি? →
বনঃ+পতি
৪২/. He
is out of luck - অর্থ কি?র →তার পোড়া কপাল
৪৩/. অনুবাদের পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল? →অভ্যাসের
৪৪/. নিচের কোন বাক্যটি শুদ্ধ ?‘ →
বিবিধ জিনিস কিনলাম
৪৫/. নিচের কোন বানানটি শুদ্ধ? →অত্যাধিক।
৪৬/. ‘চক্ষুদান
করা ‘ বাগধারার
অর্থ কী? →
চুরি করা
৪৭/. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে →ভিজা
বিড়াল
Tags:
জব সলিউশন