বরাবর,
হেড অফ সেলস,
---------- wjwg‡UW
[ ঠিকানা ]
বিষয়ঃ চাকুরী হতে অব্যাহতি প্রসঙ্গে ।
স্যার,
যথাবিহীত সন্মান পুর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত আপনার অধীনে ----- সেলস অফিসে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি। পারিবারিক সমস্যার কারনে আমার পক্ষে আগামী ৩১.০১.২০২৫ ইং তারিখ হতে আর চাকুরী করা সম্ভব হচ্ছে না। আমার নিকট কোম্পানীর কোন ধরনের লেনদেন নাই। আমাকে চাকুরী হতে অব্যাহতি দিতে বিশেষ ভাবে অনুরোধ করছি।
অতএব, স্যারের নিকট আকুল আবেদন এই যে, আমার পারিবারিক সমস্যা বিবেচনা করে আমাকে চাকুরী হতে অব্যাহতি দানে আপনার মর্জি হয়।
নিবেদক
[নাম ]
ডি.এ. ---- ।