টেলিটক

টেলিটক Gen-Z সিম বা জেন-জি প্যাকেজের সুবিধা জানুন

টেলিটক

জেনারেশন জেড
(Generation Z) সংক্ষেপে ‘জেন জি’ নামে পরিচিত। জেনারেশন Z হচ্ছে সেই প্রজন্ম যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ এর মধ্যে। এরা প্রযুক্তি নির্ভর একটি প্রজন্ম। ইংরেজি Z বর্ণটি যুক্তরাষ্ট্রে ‘জি’ হিসেবে উচ্চারণ করা হয়, অপরদিকে যুক্তরাজ্যে Z এর উচ্চারণ ‘জেড’ হিসেবে।
বাংলাদেশে জেনারেশন জেড বা জেন জি যেটাই বলি না কেন, এই প্রজন্মের তরুণরা নতুনত্ব এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যেতে চায়। আর এই যাত্রার সঙ্গী হতে টেলিটক নিয়ে এলো ‘জেন-জি’ প্যাকেজ। টেলিটকের জেন জি সিম এবং এর অফার বা সুবিধা সম্পর্কে জানব এই পোস্টে।

টেলিটক জেন জি সিম কারা নিতে পারবে? 

যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র বা NID আছে শুধু তারাই উক্ত সিম গ্রহণ করতে পারবে।

টেলিটক জেন জি সিম বা Gen Z প্যাকেজ সম্পর্কে বিস্তারিত

প্যাকেজের নাম ও মূল্য

প্যাকেজটির নাম জেন-জি। প্রথম ৩০ দিন বা ১ মাসের জন্য এই সিমের মূল্য হবে ১০০ টাকা। এরপর গ্রাহকদের প্রতিক্রিয়া বিবেচনা করে প্যাকেজটির দাম হ্রাস বা বৃদ্ধি করা হতে পারে। তবে কোনো ক্যাম্পেইন ছাড়া প্যাকেজটির মূল্য ১৫০ টাকা হতে পারে।

প্লাগ & প্লে অফার: গ্রাহক বায়োমেট্রিক ভেরিফিকেশন করার পর জেন জি সিম অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কিছু অফার পাওয়া যাবে। এগুলো হচ্ছেঃ

  •  ১৫ দিনের জন্য পাচ্ছে ৫ টাকা প্রি-লোডেড ব্যালেন্স।
  • ,৭ জন্য পাচ্ছে ১GB ফ্রি ডাটা।
  • ১০০ ফ্রি SMS (যেকোনো অপারেটরে), ৭ দিন মেয়াদ।

কল রেট এবং অন্যান্য খরচ:

  • ডিফল্ট কলরেট: ৫০ পয়সা প্রতি মিনিট 
  • এসএমএস ট্যারিফ: বাংলা মেসেজ  ২৫ পয়সা, ইংরেজ মেসেজ ৪০ পয়সা।
  • পালস: ১ সেকেন্ড।
  • ডাটা পে-পার-ইউজ: ১ টাকা/MB (৫ টাকা পর্যন্ত)।

ফ্রি Alljobs প্রিমিয়াম মেম্বারশিপ সুবিধা

ফ্রি Alljobs Premium Membership সুবিধা উপভোগ করতে হলে গ্রাহককে অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে alljobs.teletalk.com.bd ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন না করলে ফ্রি সুবিধাটি প্রযোজ্য হবে না। এছাড়া, একটি নম্বর থেকে গ্রাহক একবারই এই সুবিধা উপভোগ করতে পারবেন। Alljobs Premium Membership ১২ মাসের বা ১ বছরের জন্য ফ্রি দেয়া হবে। থেকে চাকরির খোঁজখবর রাখা যাবে সহজেই।

বান্ডল ও ডাটা অফার

নংঅফারমূল্য (টাকা)মেয়াদ
২৫ জিবি২৮৩আনলিমিটেড
২৪ মিনিট + ১০ এসএমএস১৮৩৬৫ দিন

স্পেশাল ডাটা অফার

নংভলিউমমূল্য (৳)মেয়াদশর্তাবলি
২ জিবি১৭৭ দিন৭ দিনে একবার, মাসে সর্বোচ্চ ৪ বার।
১ জিবি২১৩০ দিন-
৫ জিবি৪৭৭ দিনপ্রথম ৩০ দিন গ্রাহক ৫ জিবির সাথে বোনাস ১ জিবি সহ মোট ৬ জিবি পাবে।
১০ জিবি৭১৭ দিন-

কীভাবে টেলিটক জেন জি সিম পাবো?

আপনি যদি ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ড নিয়ে টেলিটক কাস্টমার কেয়ার অথবা নিকটস্থ সিম বিক্রেতার দোকানে যোগাযোগ করুন।

 FAQ

প্রশ্ন ১: টেলিটক জেন জি সিম কারা নিতে পারবে?

 যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র (NID) আছে, তারা এই সিম নিতে পারবেন।

প্রশ্ন ২: টেলিটক জেন জি সিমের মূল্য কত? 

সিমের মূল্য ১০০ টাকা। এরপর গ্রাহকদের সাড়া বিবেচনা করে মূল্য পরিবর্তন হতে পারে। 

প্রশ্ন ৩: জেন জি সিমের প্লাগ & প্লে অফারগুলো কী কী? 

  • ১৫ দিনের জন্য ৫ টাকা প্রি-লোডেড ব্যালেন্স।
  • ৭ দিনের জন্য ১GB ফ্রি ডাটা।
  • ১০০ ফ্রি SMS (যেকোনো অপারেটরে), ৭ দিন মেয়াদ।

প্রশ্ন ৪: কল রেট এবং অন্যান্য খরচ কেমন? 

  • ডিফল্ট কলরেট: ৫০ পয়সা প্রতি মিনিট।
  • এসএমএস ট্যারিফ: বাংলা মেসেজ ২৫ পয়সা, ইংরেজি মেসেজ ৪০ পয়সা।
  • পালস: ১ সেকেন্ড।
  • ডাটা পে-পার-ইউজ: ১ টাকা/MB (৫ টাকা পর্যন্ত)।

প্রশ্ন ৫: ফ্রি Alljobs প্রিমিয়াম মেম্বারশিপ সুবিধা কীভাবে পাবো? 

গ্রাহককে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে alljobs.teletalk.com.bd ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। 

প্রশ্ন ৬: টেলিটক জেন জি সিমের বান্ডল ও ডাটা অফার কী কী?

  • ২৫ জিবি ডাটা: ২৮৩ টাকা (আনলিমিটেড মেয়াদ)
  • ২৪ মিনিট + ১০ এসএমএস: ১৮ টাকা (৩৬৫ দিন)
  • ২ জিবি ডাটা: ১৭ টাকা (৭ দিন, ৭ দিনে একবার, মাসে সর্বোচ্চ ৪ বার)
  • ১ জিবি ডাটা: ২১ টাকা (৩০ দিন)
  • ৫ জিবি ডাটা: ৪৭ টাকা (৭ দিন, প্রথম ৩০ দিনে ৫ জিবির সাথে বোনাস ১ জিবি)
  • ১০ জিবি ডাটা: ৭১ টাকা (৭ দিন)


 
টেলিটক


*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2