জ্যামিতি
কোন দেশে সর্ব প্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়? উঃ মিশরে।
এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? উঃ স্কুলকোণ ।
এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে?উঃ সূক্ষ্মকোণ।
কোন তিনটি মাত্রা জ্যামিতিক ঘনবস্ত তৈরী করে? উঃ দৈর্ঘ্য, প্রস্থ ও ভেদ।
যার দৈর্ঘ্য, প্রস্থ ও ভেদ কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলে? উঃ বিন্দু।
রেখায় কয়টি প্রান্ত বিন্দু আছে? উঃ কোন প্রান্ত বিন্দু নেই।
রেখাংশের কয়টি প্রান্ত বিন্দু আছে? উঃ দুইটি।
দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যকার দূরত্ব কেমন? উঃ সমান।
দুইটি রেখার কোন ছেদ বিন্দু না থাকলে তাদেরকে বলে? উঃ সমান্তরাল সরলরেখা।
কয়েকটি সরলরেখার যদি একটি সাধারন বিন্দু থাকে তাকে বলে? উঃ সমবিন্দু ।
দুটি রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকলে তাকে কি বলে? উঃ শীর্ষ বিন্দু ।
দুটি রেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়? উঃ ৪ টি।
একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি হবে? উঃ ১৮০°
রশ্মির কয়টি প্রান্ত বিন্দু থাকে? উঃ একটি।
একটি আয়তনিক ঘনবস্তু কয়টি তল দ্বারা সীমাবদ্ধ থাকে? উঃ ৬ টি।
দুটি কোণের একই শীর্ষ বিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে তাদেরকে বলে? উঃ সন্নিহিত কোণ ।
দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির উঃ পূরক কোণ বলে ।
দুটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির উঃ সম্পূরক কোণ বলে।
সমকোণী ত্রিভূজের অতিভূজ সংলগ্ন কোন দুটি কে বলে? উঃ সূক্ষ্মকোণ।
দুই সমকোণের চেয়ে বড় কোণকে বলে ? উঃ প্রবৃদ্ধ কোণ।