প্রশ্নঃ বৃত্তাকার একটি পুকুরের ব্যাসার্ধ একটি বৃত্তাকার বাগানের তিনগুণ। পুকুরটির ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের চেয়ে কতগুণ বেশি?
Ans: ৯
প্রশ্নঃ বিষুব রেখার দৈর্ঘ্য যদি ৪০ মিলিয়ন মিটার হয়,
তবে পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার?
Ans: ৬৩৬০
প্রশ্নঃ কোন বৃত্তের কেন্দ্র O। A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠APB = 90° হলে ∠AOB সমান কত? Ans: ১৮০°
প্রশ্নঃ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত/
Ans:
৩.১৪
প্রশ্নঃ A
wheel makes 1000 revolutions in covering a distance of 88 km. The diameter of
the whell?/একটি চাকা ৮৮ কিঃমিঃ পথ যেতে ১০০০ বার ঘোরে। চাকাটির ব্যাস কত?
Ans: 28 m
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ৫০% বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে—
Ans: ১২৫%
প্রশ্নঃ একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?
Ans: একটিও নয়
প্রশ্নঃ O-
কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB,
A বিন্দুতে স্পর্শক। ∠AOB
= 60° হলে ∠ABO
= কত?
Ans: ৩০°
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ গজ ১ ফুট ৫ ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?
Ans: ২৮ গজ ৪ ইঞ্চি
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r
থেকে বৃদ্ধি করে r
+ 1 করা হয়,
তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r-এর মান কত?
Ans: n/(√2 – 1)
প্রশ্নঃ কোন বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ঐ বিন্দুটি বৃত্তের–
Ans: কেন্দ্রে অবস্থিত হবে
প্রশ্নঃ O
কেন্দ্র বিশিষ্ট বৃত্তে D,AB
জ্যা-এর মধ্যবিন্দু হলে ∠ODB=?
Ans: 90°
প্রশ্নঃ কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ-জ্যা অপেক্ষা ২ সে.মি. কম। বৃত্তের ব্যাসার্ধ ১০ সে.মি. হলে ঐ জ্যা-এর দৈর্ঘ্য কত?
Ans: ১৬ সে.মি.
প্রশ্নঃ বৃত্তস্থঃ চতুর্ভূজের একটি কোণ ৭০°
হলে বিপরীত কোণটির পরিমাণ কত?
Ans: ১১০°
প্রশ্নঃ বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে?
Ans: ব্যাস
প্রশ্নঃ বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে?
Ans: বৃত্তের কেন্দ্রে
প্রশ্নঃ বৃত্তস্থঃ চতুর্ভূজের একটি কোণ ৭৫°
হলে বিপরীত কোণটি হবে কত?
Ans: ১০৫°
প্রশ্নঃ বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
Ans: ৯
প্রশ্নঃ ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত?
Ans: ২৪ সে.মি.
প্রশ্নঃ নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
Ans:
x2 + y2 = 16
প্রশ্নঃ একটি চাকার ব্যাস ৪.২ মিটার। চাকাটি ৩৩০ মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে?
Ans: ২৫ বার
প্রশ্নঃ দুটি পরস্পর ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়?
Ans: ২টি
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ্য যদি r
থেকে বৃদ্ধি করে r
+ n করা হয়,
তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r-এর মান কত?
Ans: n/(√2 – 1)
প্রশ্নঃ বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?
Ans: ১টি
প্রশ্নঃ যে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস ২৮ মিটার,
আসন্ন বর্গমিটারে তার ক্ষেত্রফল–
Ans: ৫১৬ বর্গ মিটার
প্রশ্নঃ একটি চাকার পরিধি ৫ মিটার। ২০ মাইল পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
Ans: ৬৪০০
প্রশ্নঃ বৃত্তের ক্ষেত্রফল ১৮π
হলে, বৃত্তের পরিসীমা কত?
Ans: ৬√ ২π
প্রশ্নঃ একটি চাকার পরিধি ৮ ফুট। ১ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
Ans: ৪১০
প্রশ্নঃ The
diameter of a wheel is 63 cm. Distance travelled by the wheel in 100
revolutions is—/একটি চাকার ব্যাস ৬৩ সেন্টিমিটার। চাকাটি ১০০ বার ঘুরলে কত পথ অতিক্রম করে?
Ans: 198 meters
প্রশ্নঃ (x
– 4)2 + (y + 3)2 = 100 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?
Ans:
(4, -3)
প্রশ্নঃ r
ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল b
ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত?
Ans: πr2/b
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কতগুণ হবে?
Ans: ৪
প্রশ্নঃ দুই মিটার দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই টুকরা করা হল যে,
যা দিয়ে একটি বর্গক্ষেত্র ও একটি বৃত্ত এমনভাবে বানানো যায় যে বৃত্তটি বর্গক্ষেত্রের চারটি কোণা দিয়ে অতিক্রম করে। বৃত্তের ব্যাসার্ধ কত?
Ans: ১৬.৭৫ সে.মি.
প্রশ্নঃ বৃত্তাকার একটি পুকুরের ব্যাস ১০০ গজ। পুকুরের পাড়ে ২ গজ চওড়া ঘাসে ঢাকা একটি পথ আছে। ঘাসের পথটির ক্ষেত্রফল কত?
Ans: ২০৪π
প্রশ্নঃ যে বৃত্তের ব্যাস ১৪ মি. তার ক্ষেত্রফল আসন্ন কত বর্গমিটার–
Ans: ১৫৪ বর্গমিটার
প্রশ্নঃ π
এর মান–
Ans: ৩.১৪
প্রশ্নঃ O
কেন্দ্রবিশিষ্ট বৃত্তে D,
AB জ্যায়ের মধ্যবিন্দু। ∠ODB
= কত?
Ans: ৯০°
প্রশ্নঃ একটি বৃত্তাকার পার্কের ব্যাস ৬০ মিটার এবং π
= ৩.১৪১৬ হলে পার্কটির পরিধির দৈর্ঘ্য কত মিটার?
Ans: ১৮৮.৪৯৬ মি
প্রশ্নঃ ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে,
বর্গক্ষেত্রের যে কোন এক দিকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
Ans: ৪৯.৬ ফুট
প্রশ্নঃ দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ১ : ৩। এদের ক্ষেত্রফলের অনুপাত–
Ans: ১ : ৯
প্রশ্নঃ একটি চাকা ১.৭৬ কিঃমিঃ পথ যেতে ৪০০ বার ঘোরে। চাকাটির ব্যাসার্ধ কত?
Ans: ০.৭ মিটার
প্রশ্নঃ একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে,
তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমে?
Ans: ৩৬%
প্রশ্নঃ If
the circumference of a circle is increased by 50%, its area will be increased
by-/বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে,
ক্ষেত্রফল বৃদ্ধি পাবে–
Ans: 125%
প্রশ্নঃ একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে?
Ans: ৫৪০°
প্রশ্নঃ বহিঃস্থ O
বিন্দু হতে অংকিত ABC
বৃত্তে OA
এবং OB
দুটি স্পর্শক। অতএব–
Ans: OA = OB
প্রশ্নঃ দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২,
বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
Ans: ৯ : ৪
প্রশ্নঃ বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
Ans: দ্বিগুণ
প্রশ্নঃ একটি পাইপের পুরত্ব নির্নয় করুন যার বহির্ব্যাস ২.৫ ইঞ্চি এবং অন্তব্যাস ২.১ ইঞ্চি?
Ans: ০.২ ইঞ্চি
প্রশ্নঃ O
কেন্দ্র বিশিষ্ট বৃত্তে OD,
AB জ্যায়ের উপর লম্ব। AD
= 3 সেন্টিমিটার হলে AB
= কত সেন্টিমিটার?
Ans: ৬ সে.মি.
প্রশ্নঃ একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে?
Ans: জ্যা
প্রশ্নঃ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?
Ans: ৩৬০°
প্রশ্নঃ A
ও B
কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত O
বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করেছে। ∠AOB
= কত?
Ans: ১৮০°
প্রশ্নঃ ADB
বৃত্তে AB
এবং CD
দুটি সমান জ্যা পরস্পর P
বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
Ans: PB = PD
প্রশ্নঃ পরস্পরকে স্পর্শ করেছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P,
Q, R এবং PQ
= a, QR = b, RP = c, হলে,
P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে–
Ans: a-b+c
প্রশ্নঃ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
Ans: ২২/৭
প্রশ্নঃ দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়?
Ans: ৩টি