কাজ ও শ্রমিক সংক্রান্ত অংকের সমাধান: সহজে শিখুন কার্যকর পদ্ধতি


 কাজ ও শ্রমিক সংক্রান্ত অংকের সমাধান: সহজে শিখুন কার্যকর পদ্ধতি

নিয়ম-:
, এবং একটি কাজ যথাক্রমে ১২, ১৫ এবং ২০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?
টেকনিক = abc / (ab + bc + ca)
= (১২ x ১৫ x ২০)/ (১২x১৫ + ১৫x২০ + ২০x১২)= দিনে (উঃ)
নিয়ম-:
জন লোক যদি একটি কাজ দিনে করে তবে কতজন লোক কাজটি দিনে করবে?
টেকনিক : M1D1 = M2D2
বা, x = M2 x
বা, M2×=২৭
M2=২৭/
সুতরাং, M2 = দিনে(উঃ)
নিয়ম-:
জন পুরুষ বা জন মহিলা একটি কাজ ২৩ দিনে করতে পারে l কাজটি শেষ করতে জন পুরুষ এবং জন মহিলার প্রয়োজন হবে দিন সময় লাগবে?
টেকনিকঃ T = (M1 x W1 x T1) ÷ (M1W2 + M2W1)
= (xx২৩)÷(x + x)
= ১২ দিন(উঃ)
নিয়ম-:
যদি নুসরাত একটি কাজ ১০ দিনে করে এবং মায়াম্মি কাজ ১৫ দিনে করে তবে নুসরাত এবং মায়াম্মি একসাথে কাজটি কত দিনে করতে পারবে?
টেকনিকঃ G = FS÷(F+S)
= (১০ x ১৫)÷(১০+১৫)
= দিনে(উঃ)
নিয়ম-:
যদি একটি কাজ ১০ দিনে করে এবং একসাথে কাজটি দিনে করে তবে কাজটি কতদিনে করতে পারবে?
টেকনিকঃ G = FS÷(F-S)
= (১০ x )÷(১০-)
= ১৫ দিনে(উঃ)

*

Post a Comment (0)
Previous Post Next Post