২৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান: সহজে প্রস্তুতি নিন


২৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন মাধান
কোন উত্তর ভুল মনে হলে আমাদের মেইল করুন

সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি)

. যুদ্ধ সশস্ত্র সংঘর্ষসংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত -
. দুটি রেডক্রস কনভেনশন নামে
. তিনটি রেডক্রস কনভেনশন নামে
. চারটি রেডক্রস কনভেনশন নামে
. পাঁচটি রেডক্রস কনভেনশন নামে
উত্তর : . চারটি রেডক্রস কনভেনশন নামে
. স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
. জেনেভায়
. লন্ডনে
. প্যারিসে
. হেগে
উত্তর : . হেগে
. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বারিত হয়?
. ১৯৫০
. ১৯৫৫
. ১৯৬৫
. ১৯৬৬
উত্তর : . ১৯৬৬
. ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?
. আদ্দিস আবাবা
. নাইরোবি
. ডাকার
. কায়রো
উত্তর : . আদ্দিস আবাবা
. ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়-
. ১৯৯০
. ১৯৯১
. ১৯৯২
. ১৯৯৫
উত্তর : . ১৯৯৫
. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
. রোম চুক্তি
. ম্যাসট্রিচ চুক্তি
. ভিয়েনা কনভেনশন
. ব্রাসেলস কনভেনশন
উত্তর : . রোম চুক্তি
. MIGA কখন গঠিত হয়?
. ১৯৮০
. ১৯৮২
. ১৯৮৮
উত্তর : . ১৯৮৮
. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?
. নিউইয়র্কে
. শিকাগোতে
. টোকিওতে
. লন্ডনে
উত্তর : . টোকিওতে
. ‘হ্যারি পটারকী?
. এক জাতীয় ধাতব পাত্র
. সামপ্রতিককালের সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই
. এক জাতীয় গুচ্ছ বোমা
. এক ধরনের খেলনা
উত্তর : . সামপ্রতিককালের সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই

১০. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?
. গ্রিসে
. মেসোপটেমিয়ায়
. রোমে
. ভারতে
উত্তর : . মেসোপটেমিয়ায়
১১. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
. যুক্তরাজ্য
. যুক্তরাষ্ট্র
. কোরিয়া
. কিউবা
উত্তর : . যুক্তরাষ্ট্র
১২. নিচের কোন দেশটি জি- ভুক্ত দেশ নয়?
. ফ্রান্স
. যুক্তরাজ্য
. রাশিয়া
. দি নেদারল্যান্ডস্
উত্তর : . দি নেদারল্যান্ডস্
১৩. ‘ব্রেটন উড্ ইন্স্টিটিউটনিচের কোন সংস্থাকে বুঝায়?
. আইএমএফ বিশ্বব্যাংক
. এডিবি
. আইডিবি
. কোনটাই না
উত্তর : . আইএমএফ বিশ্বব্যাংক
১৪. প্রথম ক্লোন শিশুইভএর জন্ম-তারিখ কী?
. ডিসেম্বর ২৬, ২০০২
. জানুয়ারি , ২০০৩
. মার্চ ২৩, ২০০৩
. মার্চ ২৩, ২০০৩
উত্তর : . ডিসেম্বর ২৬, ২০০২
১৫. ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে?
. হোসে সামও
. রবার্ট মুরাবে
. নেলসন ম্যান্ডেলা
. অংসান সুচি
উত্তর : . নেলসন ম্যান্ডেলা
১৬. ‘লাইন অব কন্ট্রোলবলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহিত করে?
. ইসরাইল জর্ডান
. দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া
. চীন তাইওয়ান
. ভারত পাকিস্তান
উত্তর : . ভারত পাকিস্তান
১৭. আন্তজাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট সাক্ষরিত হয়-
. ১৯৭২সনের ১২ আগষ্ট
. ১৯২৮ সনের ২৭ আগষ্ট
. ১৯২৮ সনের নভেম্বর
. ১৯২৯ সনের জানুয়ারী
উত্তর : ১৯২৮ সনের ২৭ আগষ্ট
১৮. আই সি-এর বর্ তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
. বাংলাদেশে
. তুরস্ক
. মরক্কো
. লিবিয়া
উত্তর : মরক্কো
১৯.বিশ্ব বানিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হয়?
. নভেম্বর ২০০৩ ভারতের বেঙ্গালোর
. ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
. জানুয়ারী ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ
. সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
উত্তর : সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
২০. ইসরাইলপ্যালেস্টাইনরোডম্যাপকর্মসুচির উদ্দেশ্য কি?
. সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
. দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন
. দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বানিজ্য স্থাপন
. দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিত করন
উত্তর : সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা

সাধারণ বিজ্ঞান

২১. মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-
. এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
. অর্ধেক ধ্বংস হয়ে গেলে
. এক-তৃতীয়াংশ বেড়ে গেলে
. এক-তৃতীয়াংশ বেড়ে গেলে
উত্তর : . এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
২২. রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে-
. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
. নাইট্রোজেন সরবরাহ করে
. হাইড্রোজেন সরবরাহ করে
. হাইড্রোজেন সরবরাহ করে
উত্তর : . অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
২৩. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
. বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্য
. অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
. বৈদ্যুতিক বালব থেকে বেশি আলো পাওয়ার জন্য
. বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে সুষ্ঠুভাবে কাজ করে
উত্তর : . অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে
২৪. পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
. নিউট্রন প্রোটনের সংখ্যা সমান
. প্রোটন নিউট্রনের ওজন সমান
. নিউট্রন প্রোটন নিউক্লিয়াসে থাকে
. ইলেক্ট্রন প্রোটনের সংখ্যা সমান
উত্তর : . ইলেক্ট্রন প্রোটনের সংখ্যা সমান
২৫. মাইট্রোকল্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
. ৭০%
. ৭২%
. ৭৩%
. ৮০%
উত্তর : . ৭৩%
২৬. মূল নেই কোন উদ্ভিদের?
. ফণিমনসা
. বিরুৎ
. গুল্ম
. ঊপরের একটিও নয়
উত্তর : সঠিক উত্তর নেই
২৭. রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
. মৃদু রঞ্জন রশ্মি
. বিটা রশ্মি
. গামা রশ্মি
. কসমিন রশ্মি
উত্তর : . গামা রশ্মি

২৮. ল্যাপটপ কী?
. ছোট কুকুর
. পর্বতারোহণ সামগ্রী
. বাদ্যযন্ত্র
. ছোট কম্পিউটার
উত্তর : . ছোট কম্পিউটার
২৯. এসবেসটস কী?
. অগ্নি নিরোধক খনিজ পদার্থ
. কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
. বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
. এক ধরনের রাসায়নিক পদার্থ
উত্তর : অগ্নি নিরোধক খনিজ পদার্থ
৩০. পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
. বায়ুর চাপ বেশি থাকার কারণে
. বায়ুর চাপ কম থাকার কারণে
. পাহাড়ের ওপর বাতাস কম থাকায়
. পাহাড়ের ওপর তাপমাত্রা বেশি থাকায়
উত্তর : . বায়ুর চাপ কম থাকার কারণে

গণিত

৩১. ১২+৩২+৫২+ ------ +৩১২ = কত?
. ২৫৮
. ১২৮১
. ২৫৫
. ৫৪৫৬
উত্তর : . ৫৪৫৬
৩২. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে % ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
. ১২৮০
. ১২৮১
. ১৩১০
. ১৩১১
উত্তর : . ১৩১১
৩৩. চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তাঁর বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
. ২০%
. ১৬%
. ১৮%
. ১৫%
উত্তর : . ২০%
৩৪. কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
. ৭৭/২৪৩
. ১০২/২৮৯
. ১১৩/৩৫৫
. ৩৪৩/১০০১
উত্তর : . ১১৩/৩৫৫
৩৫. এক বাক্তি তার মোট সম্পত্তির / অংশ ব্যয় করার পর অবশিষ্ট /১২ অংশ ব্যয় করে দেখলেন যে, তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত ?
. ২০০০
. ২৩০০
. ২৫০০
. ৩০০০
উত্তর : . ৩০০০
৩৬. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ , , মিটার। নিকট তম বর্গমিটারে ত্রিভুজটির ত্রেফল কত?
. ১৬ বর্গমিটার
. ১৫ বর্গমিটার
. ১৭ বর্গমিটার
. ১৪ বর্গমিটার
উত্তর : . ১৫ বর্গমিটার
৩৭. , ৩৬, ৮১, ১৪৪,............এর পরবর্তী সংখ্যাটি কত?
. ১৬৯
. ২২৫
. ২৫৬
. ২৫২
উত্তর : . ২২৫
৩৮. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
. ৭০ মিটার
. ৭০ মিটার
. ৮০ মিটার
. ৯০ মিটার
উত্তর : . ৮০ মিটার
৩৯. x+y=7 এবং xy=10 হলে (x-y)2 এর মান কত?
. 3
. 6
. 9
. 12
উত্তর : . 9
৪০. 2x2+x-15 এর উৎপাদক কোনটি?
. (x+3) (2x-5)
. (x-3) (2x-5)
. (x-3) (2x+5)
. (x+3) (2x+5)
উত্তর : . (x+3) (2x-5)

বাংলা

৪১. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত- কে রচনা করেন?
. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
. সুকুমার সেন
. . মুহম্মদ শহীদুল্লাহ্
. মুহম্মদ এনামুল হক
উত্তর : . . মুহম্মদ শহীদুল্লাহ্
৪২. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
. শেষের কবিতা
. বলাকা
. ডাকঘর
. কালান্তর
উত্তর : . শেষের কবিতা
৪৩. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু- কোন ধরনের প্রকাশনা?
. কবিতা
. পত্রিকা
. উপন্যাস
. ছোটগল্প
উত্তর : . পত্রিকা
৪৪. জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
. রাখালী
. সোজন বাদিয়ার ঘাট
. নক্শী কাঁথার মাঠ
. বালুচর
উত্তর : . রাখালী
৪৫. রাইফেল রোটি আওরাত- উপন্যাসের রচয়িতা কে?
. হাসান হাফিজুর রহমান
. জহির রায়হান
. শহীদুল্লাহ কায়সার
. আনোয়ার পাশা
উত্তর : . আনোয়ার পাশা
৪৬. জঙ্গম- এর বিপরীত শব্দ কী?
. অরণ্য
. পর্বত
. স্থবির
. সমুদ্র
উত্তর : . স্থবির
৪৭. উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
. সন্ধিজনিত
. প্রত্যয়জনিত
. উপসর্গজনিত
. বিভক্তিজনিত
উত্তর : . প্রত্যয়জনিত
৪৮. তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে না- এর ব্যবহার কী অর্থে?
. না-বাচক
. হ্যাঁ-বাচক
. প্রশ্নবোধক
. বিস্ময়সূচক
উত্তর : . হ্যাঁ-বাচক
৪৯. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
. মৃত্যুক্ষুধা
. আলেয়া
. ঝিলিমিলি
. মধুমালা
উত্তর : . মৃত্যুক্ষুধা
৫০. মা যে জননী কান্দে- কোন ধরনের রচনা?
. কাব্য
. নাটক
. উপন্যাস
. প্রবন্ধ
উত্তর : . কাব্য
৫১. কোনটি ঠিক?
. কাঁদো নদী কাঁদো (কাব্য)
. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
. বহিপীর (নাটক)
. মহাশ্মশান (নাটক)
উত্তর : . বহিপীর (নাটক)
৫২. কার মাথায় হাত বুলিয়েছে- এখানে মাথা- শব্দের অর্থ-
. স্বভাব নষ্ট করা
. স্পর্ধা বাড়া
. ফাঁকি দেওয়া
. কোনো উপায়ে
উত্তর : . ফাঁকি দেওয়া
৫৩. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
. পথের দাবী
. নিষকৃতি
. চরিত্রহীন
. দত্তা
উত্তর : . পথের দাবী

৫৪. কোন প্রবন্ধটির রচয়িতা এস, ওয়াজেদ আলী?
. আশা-আকাঙ্ক্ষার সমর্থনে
. ভবিষ্যতের বাঙালি
. উন্নত জীব
. সভ্যতা
উত্তর : . ভবিষ্যতের বাঙালি
৫৫. নিত্য মূর্ধন্য- কোন শব্দে বর্ তমান?
. কষ্ট
. উপনিষৎ
. কল্যাণীয়েষু
. আষাঢ়
উত্তর : . আষাঢ়
৫৬. ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।- বলেছেন-
. রবীন্দ্রনাথ ঠাকুর
. কাজী নজরুল ইসলাম
. বলাইচাঁদ মুখোপাধ্যায়
. প্রমথ চৌধুরী
উত্তর : . প্রমথ চৌধুরী
৫৭. অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-
. সমক্ষ
. পরোক্ষ
. প্রত্যক্ষ
. নিরপেক্ষ
উত্তর : . সমক্ষ
৫৮. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
. অব্যয় শব্দাংশ
. নূতন শব্দ গঠনে
. উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
. উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
উত্তর : . উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
৫৯. তুমি এতক্ষণ কী করেছ?- বাক্যেকীকোন পদ?
. বিশেষণ
. অব্যয়
. সর্বনাম
. ক্রিয়া
উত্তর : . সর্বনাম
৬০. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- বাক্যে আকাশে- শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
. কর্তৃকারকে সপ্ তমী
. কর্মকারকে সপ্ তমী
. অপাদান কারকে তৃতীয়া
. অধিকরণ কারকে সপ্ তমী
উত্তর : . অধিকরণ কারকে সপ্ তমী

ইংরেজি

৬১. There are ___ dangerous drivers.
. a very lot of
. very many of
. very much of
. a lot of
উত্তর : . a lot of
৬২. I have read the book ___ you lent me.
. that
. whom
. whose
. what
উত্তর : . that
৬৩. Water boils ___ you heat it to 100 Centigrade.
. unless
. until
. if
. although
উত্তর : . if
৬৪. Tell me ___ that.
. whom told you
. that told you
. who told you
. told you
উত্তর : . who told you
৬৫. I opened the door as soon as I ____ the bell.
. have heard
. was hearing
. am heard
. heard
উত্তর : . heard
৬৬. I am looking for someone who ____ play the piano.
. able to
. is able
. can be able to
. can
উত্তর : . can
৬৭. Don\'t make a noise while your father ____.
. is being asleep
. is sleeping
. asleep
. has slept
উত্তর : . is sleeping
৬৮. As the sun ___, I decided to go out.
. shines
. has shone
. shine
. was shining
উত্তর : . was shining
৬৯. He gave up ____ football when be got married.
. to play
. playing
. play
. of playing
উত্তর : . playing

৭০. I have ____ interest in the matter.

. not
. any
. none
. no
উত্তর : . no
৭১. ____ is not the only thing that tourists want to see.
. A scenery
. Sceneries
. The sceneries
. Scenery
উত্তর : . Scenery
৭২. Just now he ___ his dinner but he says he'll see you when he\'s finished.
. is having
. has had
. was having
. had
উত্তর : . has had

৭৩. The children were entrusted ____ the care of their uncle.
. with
. from
. to
. at
উত্তর : . from
৭৪. He parted ___ his friends in tears.
. with
. from
. against
. beside
উত্তর : . from
৭৫. "I'll have a cup of tea," my father said, "because I'm not hungry." Which of the following sentences is the correct indirect speech?
. My father said that he will have a cup of tea because he wasn't hungry
. My father said that he would have had a cup of tea because he wasn't hungry
. My father said that he would have a cup fo tea because he wasn't hungry
. My father said that he had a cup of tea because he wasn't hungry
উত্তর : . My father said that he would have a cup fo tea because he wasn't hungry
৭৬. The synonym for Obdurate-
. Deceitful
. Stubborn
. Sly
. Swindler
উত্তর : . Stubborn
৭৭. The expression ‘Linguea Franca’ means:
. The common language
. The first language
. Internaional language
. The french language
উত্তর : . The common language
৭৮. Choose the correct meaning: He raised his eyebrow at my exploration.
. Show surprise or disapproval
. Show agreement
. Show happiness
. Show indifference
উত্তর : . Show surprise or disapproval
৭৯. The antonym for Recalcitrant-
. Complant
. Passive
. Indifferent
. Careful
উত্তর : . Complant

৮০. Razzmatazz- means
. A musical instrument
. A noisy activity
. A musical activity
উত্তর : . A noisy activity

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি)

৮১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীরউত্ তম- উপাধিতে ভূষিত করা হয়?
. ২৫৭ জন
. ১৬৩ জন
. ৪৪ জন
. ৬৮ জন
উত্তর : . ৬৮ জন
৮২. জিয়া সারকারখানায় উৎপাদিত সারের নাম কী?
. অ্যামোনিয়া
. টিএসপি
. ইউরিয়া
. সুপার ফসফেট
উত্তর : . ইউরিয়া
৮৩. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
. জয়নুল আবেদীন
. কামরুল হাসান
. হামিদুর রহমান
. হাশেম খান
উত্তর : . কামরুল হাসান
৮৪. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
. আয়কর
. আমদানি রপ্তানি
. ভূমি রাজস্ব
. মূল্য সংযোজন কর
উত্তর : . আয়কর
৮৫. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
. সেন্টমার্টিন
. মহেশখালি
. হাতিয়া
. দ্বীপ
উত্তর : . সেন্টমার্টিন

৮৬. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

. ২৭
. ২৮
. ৩০
. ৪৭
উত্তর : . ২৭
৮৭. প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
. ১৯৭২
. ১৯৭৬
. ১৯৭৭
. ১৯৭৮
উত্তর: (১৯৭৪)
৮৮. সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনা শুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?
. যুক্তরাষ্ট্র
. কানাডা
. জাপান
. চীন
উত্তর : . কানাডা
৮৯. স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
. জাতীয় স্মৃতিসৌধ
. লালবাগের কেল্লা
. সোনা মসজিদ
. শহীদ মিনার
উত্তর : (প্রকৃতপক্ষে, স্বাধীনতার প্রথম ডাকটিকিটে ছিল বাংলাদেশের ম্যাপ)
৯০. বাংলাদেশের সর্বপ্রথম যাদুঘর কোনটি?
. জাতিতাত্ত্বিক যাদুঘর
. জাতীয় যাদুঘর
. বরেন্দ্র গবেষণা যাদুঘর
. ঢাকা নগর যাদুঘর
উত্তর : . বরেন্দ্র গবেষণা যাদুঘর
৯১. ২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-
. ২০,৩০০ কোটি টাকা
. ১৯,২০০ কোটি টাকা
. ১৭,১০০ কোটি টাকা
. ১৯,৫০০ কোটি টাকা
উত্তর : . ২০,৩০০ কোটি টাকা
৯২. বাংলাদেশের বৃহত্ তম স্থলবন্দর-
. সোনা মসজিদ
. চট্টগ্রাম
. বেনাপোল
. হিলি
উত্তর : . বেনাপোল

৯৩. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর-

. নাটোরে
. চাঁপাইনবাবগঞ্জে
. জয়পুরহাটে
. নওগাঁয়
উত্তর : . চাঁপাইনবাবগঞ্জে

৯৪. মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায়-

. আট বিলিয়ন

. ছয় বিলিয়ন

. পাঁচ বিলিয়ন
. সাত বিলিয়ন
উত্তর : . ছয় বিলিয়ন
৯৫. সম্প্রতি সাফ ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায়-
. মালদ্বীপ
. ভারত
. পাকিস্তান. নেপাল
উত্তর : . মালদ্বীপ
৯৬. বাংলাদেশ সম্প্রতি যে জেলায় চা বাগান করা হয়-
. পঞ্চগড়
. দিনাজপুর
. কুড়িগ্রাম
. বান্দরবান
উত্তর : . পঞ্চগড়
৯৭. বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হল-
. ময়মনসিংহ
. টাঙ্গাইল
. বরিশাল
. সিরাজগঞ্জ
উত্তর : . টাঙ্গাইল
৯৮. আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?
. ১৭ এপ্রিল, ২০০২
. এপ্রিল, ২০০২
. ১৮ মার্চ, ২০০২
. এপ্রিল, ২০০২
উত্তর : . এপ্রিল, ২০০২
৯৯. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
. কুতুবদিয়া
. সোনাদিয়া
. সন্দ্বীপ
. পূর্বাশা দ্বীপ
উত্তর : . পূর্বাশা দ্বীপ
১০০. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
. রাঙ্গামাটি
. খাগড়াছড়ি
. বান্দরবান
. সন্দ্বীপ
উত্তর : . খাগড়াছড়ি




*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2