সুদকষার সব অংক করার টেকনিক: সহজে শিখুন কার্যকর পদ্ধতি




“সুদকষার সব অংক করার টেকনিক: সহজে শিখুন কার্যকর পদ্ধতি”


টেকনিক- : যখন মূলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে তখন-
সুদ বা মুনাফা = (মুলধন x সময় x সুদেরহার) / ১০০
প্রশ্ন : .% হারে সরল সুদে ৬০০ টাকার বছরের সুদ কত?
সমাধান : সুদ বা মুনাফা = (৬০০ x x .) / ১০০ = ১১৪ টাকা
টেকনিক- : যখন সুদ, মূলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন
সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)
প্রশ্ন : % হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
সমাধান : সময় = (১০০ x ১০০) / (৫০০ x ) = বছর


টেকনিক- : যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন
সময় = (সুদেমূলে যতগুণ) / সুদের হার x ১০০
প্রশ্ন : বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
সমাধান : সময় = () /১০ x ১০০ = ১০ বছর

টেকনিক- : যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন
সুদের হার = (সুদেমূলে যতগুণ) / সময় x ১০০
প্রশ্ন : সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন
মূলধন বছরে সুদে আসলে তিনগুণ হবে?
সমাধান : সুদের হার = () / x ১০০ = ২৫%

টেকনিক- : যখন সুদ সময় মূলধন দেওয়া থাকে তখন
সুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)
প্রশ্ন : শতকরা বার্ষিক কত টাকা হার সুদে বছরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
সমাধান : সুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x ) = টাকা

টেকনিক- : যখন দুটি আসল এবং দুটি সময়ের সুদ দেওয়া থাকে তখন
সুদের হার = (মোট সুদ x ১০০)/ {(১ম মূলধন x ১ম সময়) + (২য় মূলধন x ২য় সময়) }
প্রশ্ন : সরল হার সুদে ২০০ টাকার বছরের সুদ ৫০০ টাকার বছরের সুদ মোট ৩২০ টাকা হলে সুদের হার কত?
সমাধান : সুদের হার = (৩২০x ১০০)/ {(২০০ x ) + (৫০০ x) } = টাকা

টেকনিক- : যখন সুদের হার, সময় এবং সুদে- মূলে উল্লেখ থাকে-
মূলধন বা আসল = (১০০ x সুদআসল) / {১০০ + (সময় x সুদের হার)}
প্রশ্ন : বার্ষিক % সরল সুদে কত টাকা বছরের সুদে- আসলে ১০৩৬ টাকা হবে?
সমাধান : মূলধন বা আসল = (১০০ x ১০৩৬) / {১০০ + ( x ৪৮)} = ৭০০ টাকা

টেকনিক- : যখন সুদ, সময় এবং সুদের হার উল্লেখ থাকবে
মূলধন = (সুদ x ১০০)/ (সময় x সুদের হার)
প্রশ্ন : শতকরা বার্ষিক টাকা হার সুদে কত টাকার বছরের সুদ ৮৪ টাকা হবে?
সমাধান : মূলধন = (৮৪ x ১০০)/ (x ) = ৩৫০ টাকা

টেকনিক- : যখন দুটি সুদের হার থাকে এবং সুদের হার আয় কমে যায় তখন,
আসল = হ্রাসকৃত আয় x ১০০ / {(১ম সুদেরহার২য় সুদের হার) xসময়}
প্রশ্ন : সুদের হার % থেকে কমে % হওয়ায় এক ব্যাক্তির বাতসরিক আয় ২০ টাকা কমে গেল। তার
আসলের পরিমাণ কত?
সমাধান : আসল = ২০ x ১০০ / {() x = ১০০০ টাকা


*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2