গণিতের শর্টকাট: সহজে শিখুন, দ্রুত সমাধান করুন


  1. গণিতের শর্টকাট: সহজে শিখুন, দ্রুত সমাধান করুন

এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যা একটি সংখ্যা হতে যত বড় অপর একটি সংখ্যা হতে তত ছোট। (৩০তম বিসিএস)

অথ্যাত্ দুটি সংখ্যা দেওয়া থাকবে অপর একটি সংখ্যা নির্ণয় করতে হবে।
টেকনিক:
নির্ণেয় সংখ্যাটি=(১ম সংখ্যা২য় সংখ্যা)/
উদাএকটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ থেকে তত ছোট  সংখ্যাটি কত?
উত্তরসংখ্যাটি=(৩০১+৩৮১)/
=৩৪১
টাইপ-
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে।(২৬ তম বিসিএস)
টেকনিক
ছোট সংখ্যা=(বর্গের অন্তর-)/
বড় সংখ্যা =ছোট সংখ্যা +
উদাদুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন , যাদের বর্গের অন্তর ৪৭।
উত্তর
ছোট সংখ্যা=(৪৭-)/=২৩
বড় সংখ্যা=২৩+ =২৪
উত্তরসংখ্যা দুইটি ২৩,২৪
টাইপ-
কোন লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যার সাথে আরেকটি সংখ্যা যোগ করলে যোগফল আবার / টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে।(২৬তম /৩০তম বিসিএস)
টেকনিক:
নির্ণেয় সংখ্যাপ্রদত্ত সংখ্যা গুলোর .সা.গু -- যা যোগ করতে বলা হবে (মনে রাখা ভালোযা যোগ করতে বলবে তা .সা.গু থেকে বিয়োগ করতে হবে
উদাকোন লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যার সাহে  যোগ করলে ২৪,৩৬৪৮ দ্বারা বিভাজ্য হবে।(২৬তম বি.সি.এস)
উত্তর
২৪৩৬৪৮ এর .সা.গু=১৪৪
নিণেয় সংখ্যা১৪৪-=১৪১ 


*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2