বিসিএস: স্বপ্নের চাকরির পথে প্রথম ধাপ
১. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
ক. ক্লোরোফ্লুরো কার্বন খ. কার্বন মনোক্সাইড গ. কার্বন ডাই-অক্সাইড ঘ.
মিথেন
উত্তর: ক. ক্লোরোফ্লুরো কার্বন
২. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒
ক. ১৬ শতাংশ খ. ২০ শতাংশ গ. ২৫ শতাংশ ঘ. ৩০ শতাংশ
উত্তর: গ. ২৫ শতাংশ
৪. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
ক. ২০ জোড়া খ. ২২ জোড়া গ. ২৩ জোড়া ঘ. ২৫ জোড়া
উত্তর: গ. ২৩ জোড়া
৭. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
ক. পেপসিন খ. এমাইলেজ গ. রেনিন ঘ. ট্রিপসিন
উত্তর: গ. রেনিন
২৫. ‘নাসা’ কোন দেশের সংস্থা?
ক. জার্মানি খ. রাশিয়া গ. ফ্রান্স ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: ঘ. যুক্তরাষ্ট্র
2৭. ভায়াগ্রা কী?
ক. একটি জলপ্রপাত খ. নতুন একটি ওষুধ
গ. সাড়া জাগানো চলচ্চিত্রের নাম ঘ. নতুন জাহাজের নাম
উত্তর: খ. নতুন একটি ওষুধ
২৯. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
ক. অলিভেট খ. আইবিএম গ. এ্যাপেল ম্যাকিনটশ ঘ. মাইক্রোসফট
উত্তর: ঘ. মাইক্রোসফট
৩৭. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?
ক. নেনী খ. টর্মি গ. শেলী ঘ. ডলি
উত্তর: ঘ. ডলি
৩৮. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒
ক. ইথেন খ. এমোনিয়া গ. মিথেন ঘ. বিউটেন
উত্তর: গ. মিথেন
৪৮. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
ক. ইনসুলিন খ. থাইরক্সিন গ. এনড্রোজেন ঘ. এস্ট্রোজেন
উত্তর: ক. ইনসুলিন