ক্ষেত্র সম্পর্কিত



ক্ষেত্র সম্পর্কিত


 

>এক বর্গ কিলোমিটার কত একর? ২৪৭ একর।
>একটি জমির পরিমান কাঠা হলে, তা কত বর্গফুট হবে? ৩৬০০ বর্গফুট।
>এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? .৪৫ সেন্টিমিটার।


আয়তন সম্পর্কিত
>১ঘন মিটার = কত লিটার? ১০০০ লিটার।
> লিটার পানির ওজন কত? কেজি।
>এক গ্যালনে কয় লিটার ? .৫৫ লিটার।
ভর সম্পর্কিত
> সের সমান কত কেজি? .৯৩ কেজি।
> মনে কত কত? ৩৭.৩২ কেজি।
> টনে কত কেজি? ১০০০ কেজি।
> কেজিতে কত পাউন্ড .২১ আইবিএস বা পাউন্ড।
>১০ কুইন্টালে কত কেজি? কেজি।
দশের সূচকের নাম
>এক ন্যানো মিটার সমান? 10-9 .
>20573.4 মিলিগ্রামে কত কিলোগ্রাম? 0.0205734 .
>একটি যোগ করতে কম্পিউটার ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে কতটি যোগ করতে পারবে? কোটি।
.সা.গু
>কত জন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমান ভাবে ভাগ করে দেয়া যায়? ৫জনকে। (দুটিকে লসাগু করে)
>পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে , , , , ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কত পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? ১৪ মিনিট। (.সা.গু করে ৬০ দিয়ে ভাগ)
>কোন ক্ষুদ্রতম সংখ্যাকে , ,. দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ প্রত্যেক বার থাকবে? ৬৩। (.সা.গু করে যোগ করে)
>দুটি সংখ্যার গুন ফল ১৫৩৬। সংখ্যা দুটির .সা.গু ৯৬ হলে .সাগু কত? ১৬ (ভাগ করে)
>একটি গাড়ির সামনের চাকার পরিধি মিটার এবং পেছনের চাকার পরিধি মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের টাকা পেছনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে? ৬০ মিটার। (লসাগুর সাথে ১০ গুন)
সর্টকাটে অঙ্ক 
নিচের অঙ্ক দুটি পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে-
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ২৫ বছরে ৩গুন হবে?
২। শতকরা ২০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের দ্বিগুন হবে?
টেকনিক:
যতগুন থাকবে তার থেকে বিয়োগ করে ১০০ দিয়ে গুন করে তাকে তাকে প্রদত্ত হার দিয়ে ভাগ করলে সময় বের হবে আর যদি প্রদত্ত বছর দিয়ে ভাগ করা হয় তাহলে হার বের হবে। 
অর্থাত্ সূত্রটি
rxt =(n-1)x100. ( এখানে r= শতকরা হার ,t = সময় )

এখন ১নং অঙ্কটি করি 
দেওয়া আছে t=২৫, n = ; r=?
r= {(n-1)x100}/t
={(-)x১০০}২৫
={x১০০}২৫
=২০০/২৫
= % (উত্তর

২নং অঙ্কটি করি 
দেওয়া আছে t=?, n = ; r=২০
t= {(n-1)x100}/r
={(-)x১০০}/২০
=১০০/২০
= বছর (উত্তর

নিজে করুন :
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ১০বছরে ৩গুন হবে?
২।শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন বছরে ২গুন হবে?
৩। শতকরা ১০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৩গুন হবে?
৪।শতকরা ১৫টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৪গুন হবে?


উত্তর: 20%, 20%, 20y, 20y
সর্টকাটে অঙ্ক 
নিচের টপিকস থেকে পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে। 
টপিকস : লাভ -ক্ষতি
অঙ্কের ধরণ:
টাকায় নির্দিষ্ট দরে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কিনে সেই টাকায় নিদিষ্ট কম-বেশি দরে বিক্রি করায় শতকরা লাভ -ক্ষতির হার নির্ণয় করতে হবে
টেকনিক:
লাভ/ক্ষতি = ১০০/ বিক্রির সংখ্যা
উদা: টাকায় ৩টি করে লেবু কিনে ২টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?(২৬তম বিসিএস)
টেকনিক:
লাভ= ১০০/ বিক্রির সংখ্যা
=১০০/
=৫০% (উত্তর)

নিজে করুন:
১। টাকায় ৫টি করে লেবু কিনে ৪টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
২। টাকায় ২১টি করে লেবু কিনে ২০টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
৩।টাকায় ৯টি করে লেবু কিনে ১০টি করে বিক্রি করলে শতকরা ক্ষতি কত?
৪।টাকায় ৪৯টি করে লেবু কিনে ৫০টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?

উত্তর: 1=25%, 2=5% 3=10,4=2%

*

Post a Comment (0)
Previous Post Next Post