১. বাংলাদেশে প্রবাহিত আর্ন্তজাতিক নদীর সংখ্যা কত টি?
উত্তর :- ৫৭ টি
২. আর্ন্তজাতিক নদীর কয়টি উৎস ভারত?
উত্তর :- ৫৪ টি
৩. আর্ন্তজাতিক নদীর কয়টি উৎসস্থল মায়ানমার?
উত্তর :- ৩ টি
৪. বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি?
উত্তর :- হালদা ও সাংঙ্গু নদী
৫. বাংলাদেশের প্রসস্ততম নদী কোনটি?
উত্তর :- যমুনা
৫. বাংলাদেশের খরস্রোত নদী কোনটি?
উত্তর :- কর্ণফুলী
৬. বাংলাদেশের র্দীঘতম নদী কোনটি?
উত্তর :- সুরমা
৭. সুরমা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর :- ২৫০ কা.মি
৮. সুরমা নদীর বিস্তার কোথা থেকে কোথা?
উত্তর :- অমলসিদ থেকে কাকুরিয়া
৯. বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?
উত্তর :- ব্রক্ষ্মপুত্র
১০. ব্রক্ষ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?
উত্তর :- ২৮৫০ কি.মি
১১. ব্রক্ষ্মপুত্র বিশ্বের কত তম নদ?
উত্তর :- ২২ তম
১২. বাংলাদেশে প্রবেশের পূর্বে ব্রক্ষ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়?
উত্তর :- তিব্বত ( সান পো নামে ), ভারতের আসাম ( ডিহি নামে )
১৩. কোন জেলার পাশ দিয়ে ব্রক্ষ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তর :- রংপুর
১৪. বাংলাদেশ - মায়ানমারকে পৃথক কারী নদের নাম কি?
উত্তর :- নাফ নদী
১৫. নাফ নদীর দৈর্ঘ্য কত?
উত্তর :- ৫৬ কি.মি
১৬. বাংলাদেশ - ভারতকে বিভক্ত কারী নদীর নাম কি?
উত্তর :- হাড়িয়াভাঙ্গা নদী
১৭. মেঘনার উৎপত্তিস্থল কোথায়?
উত্তর :- আসামের লুসাই পাহাড়
১৮. উৎপত্তিস্থলে মেঘনার নাম কি?
উত্তর :- বরাক নদী
১৯. মেঘনা কি কি নামে বিভক্ত হয়েছে?
উত্তর :- সুরমা ও কুশিয়ারা
২০.সুরমা ও কুশিয়ারা মিলিত হয়ে কি নাম ধারন করেছে?
উত্তর :- কালনি
২১. কালনি কোথায় আবার মেঘনা নাম ধারন করেছে?
উত্তর :- ভৈরব বাজারের নিকট
২২. কর্ণফুলী কোথা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তর :- পার্বত্য চট্টগ্রাম দিয়ে
২৩. কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়?
উত্তর :- আসামের লুমাই পাহাড়