বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান



বাংলাদেশ বিষয়ক


ব্রাক্ষ্মণবাড়িয়ার মির্জাপুর এর বর্তমান নাম কি ?
উত্তর = বিজয়নগর
সর্ব দক্ষিণের জেলার নাম কি ?
উত্তর = পঞ্চগড় ( থানা – তেতুলিয়াঁ )
সর্ব পশ্চিমের জেলার নাম কি ?
উত্তর = চাঁপাই নবাবগঞ্জ ( থানা শিবগঞ্জ )
সর্ব পূর্বের জেলার নাম কি ?
উত্তর = বান্দরবান ( থানা থানচি )
সর্ব দক্ষিণের স্থানের নাম কি?
উত্তর = সেন্ট – মার্টিন দ্বীপের ছেঁড়া দ্বীপ
বাংলাদেশের প্রথম বাজেট কত সালে উথাপিত হয় ?
উত্তর = ১৯৭২ সালের ৩০ জুন
বাংলাদেশের প্রথম বাজেট কে উথাপিত করেন ?
উত্তর = এম তাজ উদ্দিন
বাংলাদেশের বৃহতম পাহাড়ের নাম কি ?
উত্তর = গাড়ো পাহাড় ( মায়মানসিংহ )
বাংলাদেশের সর্বউচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত ?
উত্তর = বান্দর বান জেলার তাজিনডং বা বিজয়
সাইফুর রহমান কত বার বাজেট দেন ?
উত্তর = ১২ বার
আবুল মাল মুহিত এ প্রজন্ত কত বার বাজেট দেন
উত্তর = ১১ বার
বাংলাদেশের  পাহাড় গুল কোন যুগে গঠিত ?
উত্তর = টারশিয়ারি যুগে
বাংলাদেশের উপর দিয়ে গেছে কোন রেখা ?
উত্তর = কর্কটক্রান্তি রেখা ( Tropic of cancer )



*

Post a Comment (0)
Previous Post Next Post