বিসিএস পরীক্ষার প্রশ্নের সামধান


BCS Question

প্রশ্নঃ একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো --
    ক. অর্থ সাশ্রয়           খ.সময় সাশ্রয়              গ.স্থানের সাশ্রয়    ঘ.উপরের সবকটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো--
    ক. সুশাসন         খ.আইনের শাসন                গ.রাজনীতি            ঘ.মানবাধিকার
উত্তরঃ ক
প্রশ্নঃ পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
    ক. বন্যা            খ. ভূমিকম্প                     গ. খরা                 ঘ. ঘূর্ণিঝড়
উত্তরঃ খ
প্রশ্নঃ মোবাইল কমিউনিকেশনে 4G- এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বশিষ্ট্য কি?
    ক. ভয়েস টেলিফোনি                         খ. ভিডিও কল                      গ.মোবাইল টিভি        ঘ.  ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৮২ সালের সমূদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে---
    ক.  ২০০ নটিকেল মাইল              খ.  ৩০০ নটিকেল মাইল           গ.  ৩৫০ নটিকেল মাইল                  ঘ. ৪৫০ নটিকেল মাইল
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা সহজ নয়?
    ক.Task bar                 খ. Menu bar                গ. Notification area            ঘ. web browser
উত্তরঃ ঘ
প্রশ্নঃ 'Global Terrorism Index' 2014 অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ---
    ক. সিরিয়া              খ. ইরাক                গ.  সুদান               ঘ. সোমালিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ  নৈতিক শক্তির প্রধান উপাদান কোনটি?
    ক.সততা ও নিষ্ঠা           খ. কর্তব্যপরায়ণতা           গ. মায়া ও মমতা            ঘ.উদারতা
উত্তরঃ ক
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল--
    ক.কমিন্টার্ন                খ.কমেকন                   গ. কমিনফর্ম            ঘ.  কোনোটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে--
    ক. দুর্নীতি রোধ করা                খ. সামাজিক অবক্ষয় রোধ করা                গ. রাজনৈতিক অবক্ষয় রোধ করা                     ঘ. সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ' শান্তি সংবিধান ' বলা হয় ?
    ক. জাপান                 খ. পেরু                  গ. কোস্টারিকা                ঘ.সুইজারল্যান্ড
উত্তরঃ কপ্রশ্নঃ নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায়--
    ক.  মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
    খ. বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
    গ. দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি
    ঘ. উপরের তিনটি সঠিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের নম্বর সিরিজে কোনটি বসবে ?
, , , ৪৮ , ৩৮৪
    ক.  ১৯৮০            খ. ২৮৪০                    গ.  ৩৮৪০             ঘ.  ৪৬২০
উত্তরঃ গ
প্রশ্নঃ দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে ? ৭ / ? ? / ৩৪৩
    ক. ৭         খ.৩৪৩              গ. ৭৭             ঘ.৪৯
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১২ এর কত শতাংশ ১৮ হবে ?
    ক. ১১০         খ.১৫০             গ.১২৫             ঘ.১৬০
উত্তরঃ খ
প্রশ্নঃ একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো--
 ক. স্বাধীনতা             খ. ক্ষমতা                   গ.কর্মদক্ষতা             ঘ. জনকল্যাণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
    ক.          খ. ৮                গ. ৪            ঘ. ৭
উত্তরঃ গ
প্রশ্নঃ ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার-এর নাম কোনটি?
    ক. ইউরিয়া এবং এএসপি               খ.  টিএসপি এবং এএসপি             গ. ইউরিয়া
    ঘ. ডিএপি
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশ্ব প্রানী দিবস হচ্ছে ---
    ক.  ৪ অক্টোবর         খ.  ২৩ অক্টোবর               গ. ২৯ জুন             ঘ.  ১১ ফেব্রুয়ারি
উত্তরঃ ক
প্রশ্নঃ একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
    ক.দায়িত্বশীলতা             খ. নৈতিকতা                গ.দক্ষতা               ঘ. সরলতা
উত্তরঃ খ
প্রশ্নঃ ম্যানগ্রোভে কি?
 ক. কেওড়া বন               খ. উপকূলীয় বন                 গ. শালবন                ঘ. চিরহরিৎ বন

উত্তরঃ খ

প্রশ্নঃ কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেলো ।এ অবস্থায় কি করবেন ?
    ক. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
    খ. বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
    গ. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
    ঘ.আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সুশাসনের পথে অন্তরায়--
    ক. আইনের শাসন            খ. জবাবদিহিতা            গ. স্বজনপ্রীতি              ঘ. ন্যায়পরায়ণতা
উত্তরঃ গ
প্রশ্নঃ .০৩ Χ .০০৬ Χ .০০৭ = ?
    ক) .০০০১২৬            খ) .০০০০০১২৬              গ)  .০০০১২৬০          ঘ) .১২৬০০০
উত্তরঃ খ
প্রশ্নঃ UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
    ক. ৬টি               খ.৭টি               গ. ৮টি                     ঘ. ৯টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ  MIRC - এর পূর্ণরুপ কি?
    ক.  Magnetic Ink Character Reader           খ.Magnetic Ink Code Reader
    গ. Magnetic Ink cash Reader                      ঘ কোনোটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
    ক. যথা সময়ে অফিস আগমন ও অফিস ত্যাগ করা                     খ. দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা
    গ. নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা   ঘ. ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড 'এর প্রবক্তা---
    ক. জাপান                খ.ভারত                 গ.আফগানিস্তান                   ঘ. চীন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?
    ক.পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ                খ. আইনের শাসন
    গ.সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
    ঘ. অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
উত্তরঃ গ
প্রশ্নঃ শব্দঃ কর্ণ আলোঃ ?
    ক. শোনা                      খ. বুদ্ধি                         গ.চক্ষু                    ঘ. অন্ধকার
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে ?
                             ২৫        ?
    ক. ৬                                  খ.৮                               গ ৩                                  ঘ. ৫
উত্তরঃ ক
প্রশ্নঃ নীচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
    ক.ekanei.com          খ.OLx.com             গ. google.com            ঘ.amazon.com
উত্তরঃ গ
প্রশ্নঃ 'সুবর্ণ মধ্যকহলো-
ক. গাণিতিক মধ্যমান                          খ.দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা                        গ. সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমা       ঘ.একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
উত্তরঃ খ
প্রশ্নঃ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
    ক. রাজনীতি           খ. বুদ্ধিজীবী সম্প্রদায়                গ. সংবাদ মাধ্যম            ঘ.যুবশক্তি
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়--
    ক. রাশিয়া                   খ. ব্রাজিল                    গ. ভারত                ঘ.দক্ষিন আফ্রিকা
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন ? ЯƎATIOИ
    ক.TENSION     খ. RALATION    গ. NATIONAL     ঘ.     RELATIVE
উত্তরঃ খ
প্রশ্নঃ আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
    ক.সত্য ও ন্যায়               খ.স্বার্থকতা                    গ.শঠতা             ঘ.অসহিষ্ণুতা
উত্তরঃ ক
প্রশ্নঃ 'সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজেরসরকারের সঙ্গে শাসিত জনগণেরশাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়'- উক্তিটি কার?
ক. এরিস্টটল                 খ.জন স্টুয়ার্ট মিল                     গ.ম্যাককরনি           ঘ.মেকিয়াভেলি
উত্তরঃ গ
প্রশ্নঃ শিশুর মনস্তাত্বিক চাহিদা পূরণে কোনটি জরুরী?
 ক.স্বীকৃতি                 খ.স্নেহ                   গ.সাফল্য              ঘ. উল্লেখিত সব কটি
উত্তরঃ ঘ

*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2